এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-8 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 68
671. শেয়ার বা ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ –
- মুনাফা জাতীয় প্রাপ্তি
- মূলধন জাতীয় প্রাপ্তি
- মূলধন জাতীয় ব্যয়
- বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
672. আয়-ব্যয় – এর শ্রেণিবিভাগ দ্বারা বোঝায় –
- বিভিন্ন আর্ন ও ব্যয়সমূহকে একত্রে লেখা
- সমজাতীয় আয়সমূহকে একত্রে লেখা
- সমজাতীয় ব্যয়সমূহকে একত্রে লেখা
- সমজাতীয় আর্ন ও ব্যয়সমূহকে শ্রেণিবদ্ধ করা
673. হিসাবনিকাশের কোন ভিত্তি অনুযায়ী নগদ অর্থের আদান প্রদান হলেই লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হবে?
- বকেয়া ভিত্তিক
- নগদান ভিত্তিক
- মিশ্র ভিত্তিক
- প্রাপ্য প্রদেয়য় ভিত্তিক
674. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়?
- সম্পত্তির রক্ষণাবেক্ষণ ব্যয়
- মেরামত ও নবায়ণ ব্যয়
- ট্রেডমার্ক অর্জন ব্যয়
- নতুন পণ্যের গবেষণা ও বাজারজাতকরণ ব্যয়
675. হিসাবকাল শেষে মি. মাহী সময় জাবেদা দিবেন-
- বকেয়া বেতন ৫০০ টাকা’ এর জন্য
- অর্জিত আর্ন ৫০০০ টাকা’ এর জন্য
- অগ্রিম প্রাপ্ত উপভাড়া ১৫০০ টাকা’ এর জন্য
A,C
676. মিস মিমি ৪,০০,০০০ টাকার গহনা বিক্রয় করে ২,০০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন ও পুরানো জমি বিক্রয় করে ৫,০০,০০০ টাকার মধ্যে ৩,০০,০০০ টাকা ব্যবসায়ে মূলধন জাতীয় প্রাপ্তি কত?
- ৯০০০০০ টাকা
- ৫০০০০০ টাকা
- ৪০০০০০ টাকা
- ৩০০০০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।