এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-8 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 67
661. স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ একটি –
- মুনাফা জাতীয় প্রাপ্তি
- মুনাফা জাতীয় আয়
- মূলধন জাতীয় আয়
- মূলধন জাতীয় প্রাপ্তি
662. কার্যপত্র প্রস্তুতের উদ্দেশ্যে হলো-
- সমন্বয় ও সমাপনী দাখিলার যাবতীয় বিষয়ের গাণিতিক শুদ্ধতা যাচাই
- আর্থিক বিবরণীর অংশসমূহ দ্রুত ও নির্ভূলভাবে তৈরি
- হিসাব বন্ধের তারিখে প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত আর্থিক চিত্র প্রদর্শন
A,B,C
663. সমাপনী জাবেদা প্রস্তুত করা হয়-
- আয়ের হিসাব বন্ধ করার জন্য
- খরচের হিসাব বন্ধ করার জন্য
- লাভ-ক্ষতি মূলধন হিসাবে স্থানান্তরের জন্য
A,B,C
664. অগ্রিম প্রাপ্ত আর্ন কী?
- চলতি সম্পদ
- চলতি দায়
- দীর্দামেয়াদি দায়
- সম্ভাব্য দায়
665. রক্ষিত আর্ন বিবরণীতে হিসাবভুক্ত হবে-
- লভ্যাংশ
- নিট লাভ/ক্ষতি
- সমাপনী মজুত পণ্য
A,B
666. কার্যপত্রের ধাপ কয়টি?
- ৫টি
- ৪টি
- ৩টি
- ২টি
667. উত্তোলনকে হিসাবকাল শেষে বন্ধ করার জন্য সমাপনী দাখিলা কোনটি হবে?
- উত্তোলন হিসাব ডেবিট বিশদ আর্ন বিবরণী ক্রেডিট
- বিশদ আর্ন বিবরণী হিসাব ডেবিট উত্তোলন হিসাব ক্রেডিট
- মালিকের মূলধন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ক্রেডিট
- উত্তোলন হিসাব ডেবিট মালিকের মূলধন হিসাব ক্রেডিট
668. বকেয়া আর্ন কোনটি?
- অনুপার্জিত সেবা আয়
- বকেয়া বিনিয়োগের সুদ
- শিক্ষানবিশ সেলামি
- উপভাড়া
669. লেনদেনের কোন অংশটুকু মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হয়?
- চলতি হিসাবকালের জন্য পরিশোধ
- পূর্ববর্তী হিসাবকালের জন্য পরিশোধ
- পরবর্তী হিসাবকালের জন্য পরিশোধ
- অগ্রীম পরিশোধ
670. করিম ব্যাংক থেকে ১৪% হারে ২০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। হিসাবকালে তিনি ব্যাংক সুদ প্রদান করেন। এ ক্ষেত্রে ব্যাংক সুদ হল –
- মুনাফাজাতীয় ব্যায়
- মূলধনজাতীয় ব্যয়
- বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
- মূলধনায়িত ব্যয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।