এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-8 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 66
651. বকেয়া আয়’ কী?
- আয়
- দায়
- সম্পদ
- চলতি সম্পদ
652. কেন সমন্বয় জাবেদা লিখনের প্রয়োজন?
- এক হিসাবকালের বেশি সময়ের জন্য লেনদেন সঘটিত হওয়ার জন্য
- ডেবিটসমূহকে ক্রেডিটের সমান করার জন্য
- বছর শেষে নামিক হিসাবসমূহ বন্ধ করার জন্য
- হিসাবে ভুল জেরসমূহকে শুদ্ধ করার জন্য
653. বিপরীত দাখিলা কেন দেওয়া হয়?
- সঠিক নিট লাভ নির্ণয়ের জন্য
- দুটি হিসাবকালের সংযোগ সাধনের জন্য
- নামিক হিসাব বন্ধ করার জন্য
- আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য
654. উত্তোলন’ কার্যপত্রে কীভাবে প্রদর্শিত হয়?
- বিশদ আর্ন বিবরণীর ডেবিটে
- মূলধন হতে বাদ দিয়ে
- আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে
- আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে
655. কোন পদ্ধতিতে সঠিকভাবে লাভ লোকসান নির্ণয় করা যায়?
- বকেয়া ভিত্তিক
- নগদ ভিত্তিক
- আয়-ব্যয় অর্জন ভিত্তিক
- মিশ্র ভিত্তিক
656. কোন হিসাবটি পৌনঃপুনিক ও নিয়মিত?
- মূলধন জাতীয় ব্যয়
- মূলধন জাতীয় প্রাপ্তি
- মূলধন জাতীয় দায়
- মুনাফা জাতীয় ব্যয়
657. নিচের কোনটিতে রেওয়ামিল সমন্বয় এবং আর্থিক বিবরণী সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়?
- খতিয়ানে
- কার্যপত্রে
- আয় বিবরণীতে
- আর্থিক অবস্থার বিবরণীতে
658. মূলধন কার্যপত্রের কোথায় দেখানো হয়?
- বিশদ আর্ন বিবরণীর ডেবিট
- বিশদ আর্ন বিবরণীর ক্রেডিট
- আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে
- আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে
659. বিপরীত দাখিলা দেয়া হয় কখন?
- বছরের শেষে
- বছরের শুরুতে
- বছরের মাঝামাঝি
- হিসাব কালের শুরুতে
660. হিসাববিজ্ঞানে সমন্বয় দাখিলা দেয়া হয়-
- রাজস্ব স্বীকৃতি নীতি অনুসারে
- মিলকরণ নীতি অনুসারে
- ক্রয়মূল্য নীতি অনুসারে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।