এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-8 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 65
641. অনাদায়ী পাওনা একটি –
- সম্ভাব্য ক্ষতি
- সম্পদ
- ভবিষ্যৎ আর্ন ব্যবস্থা
- নিশ্চিত ক্ষতি
642. মি. রফিক ৫ বছর পূর্বে ৩,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন এবং প্রতি বছরে ১৫% অবচয় ধার্য করেন। চলতি বছরে আসবাবপত্রটি ৭০,০০০ টাকায় বিক্রয় করলে মি. রফিক-এর মূলধন জাতীয় লাভ বা ক্ষতি কত?
- লাভ ২৩০০০০ টাকা
- ক্ষতি ২৩০০০০ টাকা
- লাভ ৫০০০ টাকা
- ক্ষতি ৫০০০ টাকা
643. কোনটি কার্যপত্রের সর্বশেষ ধাপ?
- সমন্বয়
- আর্থিক অবস্থার বিবরণী
- বিশদ আর্ন বিবরণী
- সমন্বিত রেওয়ামিল
644. যন্ত্রপাতি বহন খরচ ও বসানোর মজুরি –
- মূলধন জাতীয় ব্যয়
- মুনাফা জাতীয় ব্যয়
- মূলধন জাতীয় প্রাপ্তি
- মূলধনায়িত ব্যয়
645. ক্রয়কৃত পণ্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিমামূল্যে বিতরণ করা হলে তার জন্য সমন্বয় জাবেদা হবে কোনটি?
- বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
- ক্রয় হিসাব ডেবিট বিজ্ঞাপন হিসাব ক্রেডিট
- বিজ্ঞাপন হিসাব ডেবিট বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ক্রেডিট
- বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট
646. সমন্বয় দাখিলার উদ্দেশ্য –
- যে হিসাবকালের আর্ন সংঘটিত হয় সে হিসাবকালে লিপিবদ্ধ করা
- কারবারের সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সমন্বয় সাধন করা
- আর্থিক বিবরণী ও আর্ন বিবরণীর সকল হিসাবে প্রকৃত ব্যালেন্স নিশ্চিত করা
A,B,C
647. আটঘরা কার্যপত্র থেকে দশঘরা কার্যপত্রের অতিরিক্ত ধাপ কোনটি?
- রেওয়ামিল
- সমন্বিত রেওয়ামিল
- রক্ষিত আয়
- আর্থিক বিবরণী
648. কোন জাতীয় লেনদেন অনিয়মিত?
- মুনাফা জাতীয় রেনদেন
- ব্যক্তিবাচক লেনদেন
- ব্যয়বাচক লেনদেন
- মূলধন জাতীয় লেনদেন
649. কার্যপত্রের অংশ হলো –
- খতিয়ান
- রেওয়ামিল
- আর্থিক অবস্থার বিবরণী
B,C
650. সমন্বয় দাখিলার মাধ্যমে প্রতিষ্ঠানের –
- সঠিক ও পূর্ণাঙ্গ আয়-ব্যয় নির্ণয় করা হয়
- নীতি নির্ধারণ করা হয়
- সঠিক আর্থিক চিত্র প্রদর্শন করা হয়
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।