এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 63
621. ২০১৩ সালে ‘সামিয়া এন্টারপ্রাইজ’ ৮,০০,০০০ টাকার পণ্য বিলের মাধ্যমে ৬,০০,০০০ টাকার পণ্য বিক্রয় করে। ২০১৩ সালের শুরুতে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল ১৮,০০,০০০ টাকা যার মধ্যে ৬০% অর্থ আদায় হয়।প্রাপ্য হিসাবের ২০১৩ সালের প্রারম্ভিক জের কত?
- ৭০০০০০ টাকা
- ৭২০০০০ টাকা
- ৭৪০০০০ টাকা
- ৭৮০০০০ টাকা
622. ২০১৩ সালের মোট প্রাপ্য হিসাবের পরিমাণ কত?
- ২০২০০০০ টাকা
- ২১০০০০০ টাকা
- ২১২০০০০ টাকা
- ২৩০০০০০ টাকা
623. অনাদায়ী পাওনা সঞ্চিতি ১,০০০ টাকা দ্বারা কমাতে হবে। বছরের শুরুর তারিখের অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকা হলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে?
- ১০০০ টাকা
- ৪০০০ টাকা
- ৪৫০০ টাকা
- ৫০০০ টাকা
624. অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি রাখার উদ্দেশ্য হলো –
- ব্যবসায়ের প্রকৃত মুনাফা নির্ণয় করা
- প্রকৃত আর্থিক অবস্থা দেখানো
- রক্ষণশীলতা নীতির বাস্তবায়ন
A,B,C
625. অনাদায়ী পাওনা ব্যবসায়ের কী?
- আয়
- খরচ
- সম্পদ
- দায়
626. করিম কর্তৃক বাট্টাকৃত ৯,৫০০ টাকার একটি প্রাপ্য বিল মেয়াদ শেষে প্রত্যাখ্যাত হলো। এক্ষেত্রে করিমের বইতে-
- প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে
- প্রাপ্য বিল হ্রাস পাবে
- মালিকানাস্বত্ব হ্রাস পাবে
A,B
627. অনাদায়ী পাওনা আর্থিক অবস্থার বিবরণী বাদ দিতে হয় –
- প্রাপ্য বলি থেকে
- প্রদেয় বিল থেকে
- প্রাপ্য হিসাব থেকে
- বিবিধ পাওনাদার থেকে
628. কার্যকরী মূলধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি বৃদ্ধি পায়-
- ধারে পণ্য বিক্রয়ের ফলে
- ধারে সেবা বিক্রয়ের ফলে
- অর্থ ধার দেওয়ার ফলে
A,B,C
629. কোনটির আনইগত ভিত্তি নেই
- প্রাপ্য হিসাব
- প্রাপ্য নোট
- অঙ্গীকার পত্র
- প্রদেয় নোট
630. প্রাপ্য বিলে স্বীকৃতি প্রদান করেন কে?
- আদেষ্টা
- আদিষ্ট
- প্রাপক
- ব্যাংক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।