এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 63

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 63

621. ২০১৩ সালে ‘সামিয়া এন্টারপ্রাইজ’ ৮,০০,০০০ টাকার পণ্য বিলের মাধ্যমে ৬,০০,০০০ টাকার পণ্য বিক্রয় করে। ২০১৩ সালের শুরুতে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল ১৮,০০,০০০ টাকা যার মধ্যে ৬০% অর্থ আদায় হয়।প্রাপ্য হিসাবের ২০১৩ সালের প্রারম্ভিক জের কত?

  1. ৭০০০০০ টাকা
  2. ৭২০০০০ টাকা
  3. ৭৪০০০০ টাকা
  4. ৭৮০০০০ টাকা

622. ২০১৩ সালের মোট প্রাপ্য হিসাবের পরিমাণ কত?

  1. ২০২০০০০ টাকা
  2. ২১০০০০০ টাকা
  3. ২১২০০০০ টাকা
  4. ২৩০০০০০ টাকা

623. অনাদায়ী পাওনা সঞ্চিতি ১,০০০ টাকা দ্বারা কমাতে হবে। বছরের শুরুর তারিখের অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকা হলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে?

  1. ১০০০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৪৫০০ টাকা
  4. ৫০০০ টাকা

624. অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি রাখার উদ্দেশ্য হলো –

  1. ব্যবসায়ের প্রকৃত মুনাফা নির্ণয় করা
  2. প্রকৃত আর্থিক অবস্থা দেখানো
  3. রক্ষণশীলতা নীতির বাস্তবায়ন

625. অনাদায়ী পাওনা ব্যবসায়ের কী?

  1. আয়
  2. খরচ
  3. সম্পদ
  4. দায়

626. করিম কর্তৃক বাট্টাকৃত ৯,৫০০ টাকার একটি প্রাপ্য বিল মেয়াদ শেষে প্রত্যাখ্যাত হলো। এক্ষেত্রে করিমের বইতে-

  1. প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে
  2. প্রাপ্য বিল হ্রাস পাবে
  3. মালিকানাস্বত্ব হ্রাস পাবে

627. অনাদায়ী পাওনা আর্থিক অবস্থার বিবরণী বাদ দিতে হয় –

  1. প্রাপ্য বলি থেকে
  2. প্রদেয় বিল থেকে
  3. প্রাপ্য হিসাব থেকে
  4. বিবিধ পাওনাদার থেকে

628. কার্যকরী মূলধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি বৃদ্ধি পায়-

  1. ধারে পণ্য বিক্রয়ের ফলে
  2. ধারে সেবা বিক্রয়ের ফলে
  3. অর্থ ধার দেওয়ার ফলে

629. কোনটির আনইগত ভিত্তি নেই

  1. প্রাপ্য হিসাব
  2. প্রাপ্য নোট
  3. অঙ্গীকার পত্র
  4. প্রদেয় নোট

630. প্রাপ্য বিলে স্বীকৃতি প্রদান করেন কে?

  1. আদেষ্টা
  2. আদিষ্ট
  3. প্রাপক
  4. ব্যাংক

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline