এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 62
611. বছরের শুরুতে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ৫,০০০ টাকা। সারা বছর ধারে বিক্রয় ১,০৪,০০০ টাকা। বছর শেষে অনাদায়ী পাওনা ৮,০০০ টাকা এবং প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। নিট প্রাপ্য হিসাবের পরিমাণ কত?
- ৯৬২০০ টাকা
- ৯৫৯৫০ টাকা
- ৯৭৫০০ টাকা
- ৯৭৮০০ টাকা
612. প্রাপ্য বিল বাট্টাকরণের মাধ্যমে উপকৃত হয়-
- প্রাপক
- প্রস্তুতকারী
- বাট্টাকারী প্রতিষ্ঠান
A,C
613. প্রাপ্য বিলের মেয়অদকাল দিন দ্বারা বিবেচিত হলে কিভাবে মেয়াদপূর্তি দিবস গণনা করতে হয়?
- মাস গণনার মাধ্যমে
- দিন নণনার মাধ্যমে
- সময় গণনার মাধ্যমে
- সপ্তাহ গণনার মাধ্যমে
614. নিচের কোনটি চলতি মূলধনের অংশ?
- প্রাপ্য হিসাব
- আসবাবপত্র
- সুনাম
- কলকব্জা
615. প্রাপ্য টাকা সৃষ্টি হয় –
- ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে
- ধারে সেবা বিক্রয়ের মাধ্যমে
- বিনিয়োগের সুদ প্রাপ্য হলে
A,B,C
616. ৩১ ডিসেম্বর প্রাপ্য হিসাব ১৩,০০০ টাকা কিন্তু ৫০০ টাকা আদায়যোগ্য নয় এবং প্রাপ্য হিসাবের ওপর ৫% সঞ্চিতি ধার্য করতে হবে। সঞ্চিতির পরিমাণ কত?
- ৫০০ টাকা
- ৬২৫ টাকা
- ৬৭৫ টাকা
- ৬৮৫ টাকা
617. রহিম কর্তৃক বাট্টাকৃত ১০,০০০ টাকার বিল প্রত্যাখ্যাত হল এবং ব্যাংক ৫০ টাকা নোটিং চার্জ প্রদান করল। এক্ষেত্রে ব্যাংকের বইতে ক্রেডিট হবে –
- বাট্টাকৃত বিল হিসাব
- করিম হিসাব
- নগদান হিসাব
A,C
618. কোনটি ব্যবসায়ের সম্ভাব্য ক্ষতি?
- কু-ঋণ
- কু-ঋণ সঞ্চিতি
- ক্ষতিপূরণ তহবিল
- গুপ্ত সঞ্চিতি
619. হিসাববিজ্ঞানের কত নং নীতিমালা মোতাবেক অনাদায়ী পাওনা এবং অনাদায়ী সঞ্চিতির হিসাব সংরক্ষণ করা হয়?
- Account1ng standard-12
- Account1ng standard-10
- Account1ng standard-11
- Account1ng standard-13
620. সন্দেহজনক অনাদায়ী পাওনা সঞ্চিতি কার ওপর ধার্য করতে হয়?
- নিট প্রাপ্য হিসাব
- নিট প্রদেয় হিসাব
- নিট লাভ
- নিট বিক্রয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।