এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 62

 

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 62

611. বছরের শুরুতে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ৫,০০০ টাকা। সারা বছর ধারে বিক্রয় ১,০৪,০০০ টাকা। বছর শেষে অনাদায়ী পাওনা ৮,০০০ টাকা এবং প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। নিট প্রাপ্য হিসাবের পরিমাণ কত?

  1. ৯৬২০০ টাকা
  2. ৯৫৯৫০ টাকা
  3. ৯৭৫০০ টাকা
  4. ৯৭৮০০ টাকা

612. প্রাপ্য বিল বাট্টাকরণের মাধ্যমে উপকৃত হয়-

  1. প্রাপক
  2. প্রস্তুতকারী
  3. বাট্টাকারী প্রতিষ্ঠান

613. প্রাপ্য বিলের মেয়অদকাল দিন দ্বারা বিবেচিত হলে কিভাবে মেয়াদপূর্তি দিবস গণনা করতে হয়?

  1. মাস গণনার মাধ্যমে
  2. দিন নণনার মাধ্যমে
  3. সময় গণনার মাধ্যমে
  4. সপ্তাহ গণনার মাধ্যমে

614. নিচের কোনটি চলতি মূলধনের অংশ?

  1. প্রাপ্য হিসাব
  2. আসবাবপত্র
  3. সুনাম
  4. কলকব্জা

615. প্রাপ্য টাকা সৃষ্টি হয় –

  1. ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে
  2. ধারে সেবা বিক্রয়ের মাধ্যমে
  3. বিনিয়োগের সুদ প্রাপ্য হলে

616. ৩১ ডিসেম্বর প্রাপ্য হিসাব ১৩,০০০ টাকা কিন্তু ৫০০ টাকা আদায়যোগ্য নয় এবং প্রাপ্য হিসাবের ওপর ৫% সঞ্চিতি ধার্য করতে হবে। সঞ্চিতির পরিমাণ কত?

  1. ৫০০ টাকা
  2. ৬২৫ টাকা
  3. ৬৭৫ টাকা
  4. ৬৮৫ টাকা

617. রহিম কর্তৃক বাট্টাকৃত ১০,০০০ টাকার বিল প্রত্যাখ্যাত হল এবং ব্যাংক ৫০ টাকা নোটিং চার্জ প্রদান করল। এক্ষেত্রে ব্যাংকের বইতে ক্রেডিট হবে –

  1. বাট্টাকৃত বিল হিসাব
  2. করিম হিসাব
  3. নগদান হিসাব

618. কোনটি ব্যবসায়ের সম্ভাব্য ক্ষতি?

  1. কু-ঋণ
  2. কু-ঋণ সঞ্চিতি
  3. ক্ষতিপূরণ তহবিল
  4. গুপ্ত সঞ্চিতি

619. হিসাববিজ্ঞানের কত নং নীতিমালা মোতাবেক অনাদায়ী পাওনা এবং অনাদায়ী সঞ্চিতির হিসাব সংরক্ষণ করা হয়?

  1. Account1ng standard-12
  2. Account1ng standard-10
  3. Account1ng standard-11
  4. Account1ng standard-13

620. সন্দেহজনক অনাদায়ী পাওনা সঞ্চিতি কার ওপর ধার্য করতে হয়?

  1. নিট প্রাপ্য হিসাব
  2. নিট প্রদেয় হিসাব
  3. নিট লাভ
  4. নিট বিক্রয়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline