এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 10

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 10

91. ফাহিম স্টোরের রেওয়ামিলের ডেবিট দিকে সুনাম ২৫,০০০ টাকা দেওয়া আছে। সমন্বয়ে বলা আছে, সুনামের ১/১০ অংশ অবলোপন করতে হবে। এক্ষেত্রে অবলোপনকৃত টাকার পরিমাণ কত হবে?

  1. ২৫০০ টাকা
  2. ২২৫০০ টাকা
  3. ২৫০০০ টাকা
  4. ২৭৫০০ টাকা

92. মিস, কুবরা প্রতি বছর ৩০শে জুন তারিখে তার প্রতিষ্ঠান কুবরা মেডিকেল হল এর আর্থিক বিবরণী প্রস্তুত করেন। তাকে আর্থিক বিবরণীর অংশ হিসেবে প্রস্তুত করতে হবে-

  1. বিষদ আর্ন বিবরণী
  2. মালিকানাস্বত্ব বিবরণী
  3. আর্থিক অবস্থার বিবরণী

93. ‘মজুরি বকেয়া ৫০০ টাকা’ আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় –

  1. বিশদ আর্ন বিবরণীতে খরচ হিসেবে
  2. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে
  3. মালিকানাস্বত্ব বিবরণীতে মূলধন হিসেবে

94. পণ্য ক্রয় ও বিক্রয়কারী ব্যবসায়ে আয়ের প্রধান উৎস হল –

  1. আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ
  2. পণ্য বিক্রয়লব্ধ অর্থ
  3. বিনিয়োগের সুদ
  4. শিক্ষানবিশ সেলামি

95. নিট মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?

  1. মোট মুনাফা যোগ অপরিচালন নিট আয়
  2. পরিচালন মুনাফা বাদ অপরিচালন আয়
  3. পরিচালন মুনাফা যোগ অপরিচালন নিট আয়
  4. মোট মুনাফা যোগ পরিচালন আর্ন বাদ পরিচালন আয়

96. প্রারম্ভিক মজুদ ৩০,০০০ টাকা, সমাপনী মজুদ ৪০,০০০ টাকা। বিক্রয় ২,৫০,০০০ টাকা, মোট লাভ ৭৫,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত?

  1. ১০৫০০০ টাকা
  2. ১১৫০০০ টাকা
  3. ১৪৫০০০ টাকা
  4. ১৭৫০০০ টাকা

97. পরিচালন ব্যয় –

  1. ক্রয় পরিবহন
  2. মনিহারি খরচ
  3. কমিশন প্রদান
  4. ডক চার্জ

98. সুনাম ব্যবসায়ের সম্পদ কেন?

  1. ব্যক্তিগত পরিচিতি তির করে
  2. মুনাফা অর্জনে সহায়তা করে
  3. পাওনা আদায়ে সহায়তা করে
  4. অনেক কষ্টে অর্জিত হয়

99. যে সকল সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায়ে ব্যবহৃত হয় তাকে কী বলে?

  1. চলতি দায়
  2. স্থায়ী সম্পদ
  3. অস্পর্শনীয় সম্পদ
  4. স্পর্শনীয় সম্পদ

100. অপরিচালন ব্যয় ব্যবসায়ের-

  1. মোট মুনাফাকে বৃদ্ধি করে
  2. পরোক্ষ আয়কে বৃদ্ধি করে
  3. নিট মুনাফাকে বৃদ্ধি করে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline