এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 10
91. ফাহিম স্টোরের রেওয়ামিলের ডেবিট দিকে সুনাম ২৫,০০০ টাকা দেওয়া আছে। সমন্বয়ে বলা আছে, সুনামের ১/১০ অংশ অবলোপন করতে হবে। এক্ষেত্রে অবলোপনকৃত টাকার পরিমাণ কত হবে?
- ২৫০০ টাকা
- ২২৫০০ টাকা
- ২৫০০০ টাকা
- ২৭৫০০ টাকা
92. মিস, কুবরা প্রতি বছর ৩০শে জুন তারিখে তার প্রতিষ্ঠান কুবরা মেডিকেল হল এর আর্থিক বিবরণী প্রস্তুত করেন। তাকে আর্থিক বিবরণীর অংশ হিসেবে প্রস্তুত করতে হবে-
- বিষদ আর্ন বিবরণী
- মালিকানাস্বত্ব বিবরণী
- আর্থিক অবস্থার বিবরণী
A,B,C
93. ‘মজুরি বকেয়া ৫০০ টাকা’ আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় –
- বিশদ আর্ন বিবরণীতে খরচ হিসেবে
- আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে
- মালিকানাস্বত্ব বিবরণীতে মূলধন হিসেবে
A,B
94. পণ্য ক্রয় ও বিক্রয়কারী ব্যবসায়ে আয়ের প্রধান উৎস হল –
- আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ
- পণ্য বিক্রয়লব্ধ অর্থ
- বিনিয়োগের সুদ
- শিক্ষানবিশ সেলামি
95. নিট মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?
- মোট মুনাফা যোগ অপরিচালন নিট আয়
- পরিচালন মুনাফা বাদ অপরিচালন আয়
- পরিচালন মুনাফা যোগ অপরিচালন নিট আয়
- মোট মুনাফা যোগ পরিচালন আর্ন বাদ পরিচালন আয়
96. প্রারম্ভিক মজুদ ৩০,০০০ টাকা, সমাপনী মজুদ ৪০,০০০ টাকা। বিক্রয় ২,৫০,০০০ টাকা, মোট লাভ ৭৫,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত?
- ১০৫০০০ টাকা
- ১১৫০০০ টাকা
- ১৪৫০০০ টাকা
- ১৭৫০০০ টাকা
97. পরিচালন ব্যয় –
- ক্রয় পরিবহন
- মনিহারি খরচ
- কমিশন প্রদান
- ডক চার্জ
98. সুনাম ব্যবসায়ের সম্পদ কেন?
- ব্যক্তিগত পরিচিতি তির করে
- মুনাফা অর্জনে সহায়তা করে
- পাওনা আদায়ে সহায়তা করে
- অনেক কষ্টে অর্জিত হয়
99. যে সকল সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায়ে ব্যবহৃত হয় তাকে কী বলে?
- চলতি দায়
- স্থায়ী সম্পদ
- অস্পর্শনীয় সম্পদ
- স্পর্শনীয় সম্পদ
100. অপরিচালন ব্যয় ব্যবসায়ের-
- মোট মুনাফাকে বৃদ্ধি করে
- পরোক্ষ আয়কে বৃদ্ধি করে
- নিট মুনাফাকে বৃদ্ধি করে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।