এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 61
601. যখন ধারে পণ্য� বা সেবা অন্য কোনো পক্ষের নিকট বিক্রয় করা হয়, তকন কোন হিসাবের সৃষ্টি হয়?
- বিক্রয় হিসাব
- পাওনাদার হিসাব
- প্রাপ্য হিসাব
- কমিশন হিসাব
602. ফেরদৌসের কাছ থেকে ৬ মাস মেয়াদি ১০,০০০ টাকার একটি বিল পাওয়া গেল। উক্ত বিলের সুদের হার ১২%। বিলটি ২ মাস পর ব্যাংক হতে ১৫% হারে বাট্টা করা হল। নিট সুদ আয়ের পরিমাণ কত?
- ৭০ টাকা
- ২০০ টাকা
- ৫৩০ টাকা
- ৬০০ টাকা
603. মোশারফের কাছ থেকে ৩ মাস মেয়াদি ১০,০০০ টাকার প্রাপ্য নোট পাওয়া গেল যার সুদের ১০%। মেয়াদ শেষে সুদ বাবদ আর্ন কত হবে?
- ২৫০ টাকা
- ৫০০ টাকা
- ৭৫০ টাকা
- ১০০০ টাকা
604. অনাদায়ী পাওনা রেওয়ামিলের কোন পার্শ্বে বসে?
- ডেবিট
- ক্রেডিট
- উভয় পাশে
- বসবে না
605. সঞ্চিতি পদ্ধতিতে কু-ঋণ অবলোপনের ক্ষেত্রে নিচের কোন ব্যাখাটি শুদ্ধ?
- কু-ঋণ সঞ্চিতি সৃষ্টি করতে হয় না
- কু-ঋণ হওয়ার পূর্বে কু-ঋণসংক্রান্ত কোন দাখিলা দেওয়া হয় না
- সম্ভাব্য কু-ঋণ বিবেচনা করা হয় না
- সম্ভাব্য কু-ঋণকে বিবেচনা করা হয় না
606. অঙ্গীকারপত্র কেন প্রস্তুত করা হয়?
- ধারে সংঘঠিত লেনদেন নিস্পত্তির জন্য
- ঋণ পরিশোধের নিশ্চয়তাস্বরূপ
- নগদে সংঘঠিত লেনদেন নিস্পত্তির জন্য
- ব্যবসাযের সুনাম বৃদ্ধির জন্য
607. কোন নীতি অনুযায়ী ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ হয়?
- নগদভিত্তিক হিসাববিজ্ঞান নীতি
- বকেয়াভিত্তিক হিসাববিজ্ঞান নীতি
- মিলকরণ নীতি
- আদায়করণ নীতি
608. অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ধারনের উদ্দেশ্য হলো-
- প্রকৃত মুনাফা নির্ণয়
- মূলধন অক্ষত রাখা
- প্রাপ্য হিসাবের সঠিক পরিমাণ নির্ণয়
A,B,C
609. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে প্রাপ্য হিসাবের মূল্যায়ন করা হয়?
- রক্ষণশীল নীতি
- ব্যবসায় সত্তা নীতি
- চলমান প্রতিষ্ঠান নীতি
- ব্যয় একক নীতি
610. কু-ঋণ সঞ্চিতি করা হয় –
- যখন প্রাপ্য হিসাববৃন্দ দেউলিয়া হয়ে যায়
- যখন প্রাপ্য হিসাববৃন্দ ব্যবসায়ে নিয়োজিত থাকে না
- সম্ভাব্য কু-ঋণের জন্য হিসাবে বরাদ্দ রাখার জন্য
- কুÑঋণ অবলোপনের জন্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 61"