এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 61

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 61

601. যখন ধারে পণ্য� বা সেবা অন্য কোনো পক্ষের নিকট বিক্রয় করা হয়, তকন কোন হিসাবের সৃষ্টি হয়?

  1. বিক্রয় হিসাব
  2. পাওনাদার হিসাব
  3. প্রাপ্য হিসাব
  4. কমিশন হিসাব

602. ফেরদৌসের কাছ থেকে ৬ মাস মেয়াদি ১০,০০০ টাকার একটি বিল পাওয়া গেল। উক্ত বিলের সুদের হার ১২%। বিলটি ২ মাস পর ব্যাংক হতে ১৫% হারে বাট্টা করা হল। নিট সুদ আয়ের পরিমাণ কত?

  1. ৭০ টাকা
  2. ২০০ টাকা
  3. ৫৩০ টাকা
  4. ৬০০ টাকা

603. মোশারফের কাছ থেকে ৩ মাস মেয়াদি ১০,০০০ টাকার প্রাপ্য নোট পাওয়া গেল যার সুদের ১০%। মেয়াদ শেষে সুদ বাবদ আর্ন কত হবে?

  1. ২৫০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ১০০০ টাকা

604. অনাদায়ী পাওনা রেওয়ামিলের কোন পার্শ্বে বসে?

  1. ডেবিট
  2. ক্রেডিট
  3. উভয় পাশে
  4. বসবে না

605. সঞ্চিতি পদ্ধতিতে কু-ঋণ অবলোপনের ক্ষেত্রে নিচের কোন ব্যাখাটি শুদ্ধ?

  1. কু-ঋণ সঞ্চিতি সৃষ্টি করতে হয় না
  2. কু-ঋণ হওয়ার পূর্বে কু-ঋণসংক্রান্ত কোন দাখিলা দেওয়া হয় না
  3. সম্ভাব্য কু-ঋণ বিবেচনা করা হয় না
  4. সম্ভাব্য কু-ঋণকে বিবেচনা করা হয় না

606. অঙ্গীকারপত্র কেন প্রস্তুত করা হয়?

  1. ধারে সংঘঠিত লেনদেন নিস্পত্তির জন্য
  2. ঋণ পরিশোধের নিশ্চয়তাস্বরূপ
  3. নগদে সংঘঠিত লেনদেন নিস্পত্তির জন্য
  4. ব্যবসাযের সুনাম বৃদ্ধির জন্য

607. কোন নীতি অনুযায়ী ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ হয়?

  1. নগদভিত্তিক হিসাববিজ্ঞান নীতি
  2. বকেয়াভিত্তিক হিসাববিজ্ঞান নীতি
  3. মিলকরণ নীতি
  4. আদায়করণ নীতি

608. অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ধারনের উদ্দেশ্য হলো-

  1. প্রকৃত মুনাফা নির্ণয়
  2. মূলধন অক্ষত রাখা
  3. প্রাপ্য হিসাবের সঠিক পরিমাণ নির্ণয়

609. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে প্রাপ্য হিসাবের মূল্যায়ন করা হয়?

  1. রক্ষণশীল নীতি
  2. ব্যবসায় সত্তা নীতি
  3. চলমান প্রতিষ্ঠান নীতি
  4. ব্যয় একক নীতি

610. কু-ঋণ সঞ্চিতি করা হয় –

  1. যখন প্রাপ্য হিসাববৃন্দ দেউলিয়া হয়ে যায়
  2. যখন প্রাপ্য হিসাববৃন্দ ব্যবসায়ে নিয়োজিত থাকে না
  3. সম্ভাব্য কু-ঋণের জন্য হিসাবে বরাদ্দ রাখার জন্য
  4. কুÑঋণ অবলোপনের জন্য

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline