এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 60

 

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 60

591. প্রাপ্য হিসাব সৃষ্টি হয় কীভাবে?

  1. নগদ ক্রয়ের ফলে
  2. নগদ বিক্রয়ের ফলে
  3. ধারে ক্রয়ের ফলে
  4. ধারে বিক্রয়ের ফলে

592. অনাদায়ী পাওনা হিসাব পুনঃআদায় প্রাপ্য হিসাব পুনঃপ্রতিষ্ঠার পর আদায়ের জন্য –

  1. নগদান হিসাব ডেবিট
  2. প্রাপ্য হিসাব/দেনাদার হিসাব ক্রেডিট
  3. অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট

593. করিম কর্তৃক স্বীকৃত ৫,০০০ টাকার একটি বিল রহিম ব্যাংক হতে ৪,৯০০ টাকায় বাট্টা করল। মেয়াদ শেষে করিম দেউলিয়া হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হল এবং তার সম্পদ হতে টাকা প্রতি ৪০ পয়সা লভ্যাংশ পাওয়া গেল। এক্ষেত্রে রহিমের অনাদায়ী পাওনা হবে –

  1. ২০০০ টাকা
  2. ৩০০০ টাকা
  3. ৪৯০০ টাকা
  4. ৫০০০ টাকা

594. কার দ্বারা প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়?

  1. প্রাপক
  2. প্রস্তুতকারী
  3. বাট্টাকারী প্রতিষ্ঠান
  4. নোটারি পাবলিক

595. প্রাপক কর্তৃক বিল বাট্টাকরণ বরলে সঠিক জাবেদাটি কী হবে?

  1. নগদান হিসাব ডে. প্রাপ্য বিল হিসাব ক্রে.
  2. বাট্টা হিসাব ডে. প্রাপ্য বিল হিসাব ক্রে.
  3. নগদান হিসাব ডে. বাট্টা হিসাব ডে. প্রাপ্য বিল হিসাব ক্রে.
  4. ব্যাংক হিসাব ডে. প্রাপ্য বিল হিসাব ক্রে.

596. কোন ব্যক্তির কাছ থেকে বিল বা নোট পাওয়া গেলে জাবেদা হবে –

  1. নগদান হিসাব ডেবিট প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ক্রেডিট
  2. প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ডেবিট দেনাদার/প্রাপ্য হিসাব ক্রেডিট
  3. প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ডেবিট পাওনাদার/প্রদেয় হিসাব ক্রেডিট
  4. নগদান হিসাব ডেবিট পাওনাদার (প্রদেয়) হিসাব ক্রেডিট

597. ৩১শে জুলাই ২০১২ তারিখে ইস্যুকৃত ৪ মাস মেয়অদি একটি বিলের দেয় তারিখ কত হবে?

  1. ১ নভেম্বর
  2. ৩০ অক্টোবর
  3. ৩০ নভেম্বর
  4. ২ নভেম্বর

598. হিসাবকাল শেষে প্রাপ্য নোটের সুদ প্রাপ্য হলে উক্ত লেনদেন লিপিবদ্ধকরণে –

  1. প্রাপ্য সুদ হিসাব ডেবিট
  2. নগদান হিসাব ডেবিট
  3. সুদ আর্ন হিসাব ডেবিট

599. আলী এন্ড কোং এর ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিভিধ দেনাদার ছিল ২,০০,০০০ টাকা। উক্ত তারিখে অলিখিত অনাদায়ী পাওনা চিল ২০,০০০ টাকা। বিবিধ দেনাদারের উপর ১৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাকার সিদ্ধান্ত নিল।হিসাব বছরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত হবে?

  1. ২০০০০ টাকা
  2. ২৭০০০ টাকা
  3. ৩০০০০ টাকা
  4. ৪৭০০০ টাকা

600. উক্ত অনাদায়ী পাওনা ধার্যের ফলে আর্থিক বিবরণীতে যে প্রভাব পড়বে তা হলো-

  1. নিট লাবের পরিমাণ করবে
  2. প্রাপ্য হিসাব এর পরিমাণ বাড়বে
  3. মালিকানাস্বত্ব কমবে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline