এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 59

 

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 59

581. দেনাদার থেকে টাকা প্রাপ্তির সময় পণ্য বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে বলা হয় –

  1. প্রদত্ত বাট্টা
  2. কারবারি বাট্টা
  3. প্রাপ্ত বাট্টা
  4. ব্যাংক বাট্টা

582. অনাদায়ী পাওনা আদায়ের জন্য জাবেদা –

  1. প্রাপ্য হিসাব ডেবিট; অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট
  2. আয় বিবরণী ডেবিট; অনাদায়ী পাওনা আদায় হিসাব ক্রেডিট
  3. আয় বিবরণী ডেবিট; অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট
  4. নগদান হিসাব ডেবিট; অনাদায়ী পাওনা আদায় হিসাব ক্রেডিট

583. অনাদায়ী পাওনা কী?

  1. অদৃশ্যমান লেনদেন
  2. অনগদ লেনদেন
  3. অভ্যন্তরীণ লেনদেন
  4. বার্ধক্য লেনদেন

584. মি. রহিম চার মাস মেয়াদি ১৫,০০০ টাকার বিল ১০% হারে ব্যাংক হতে বাট্টা করল। এক্ষেত্রে বাট্টাকৃত অর্থের পরিমাণ কত?

  1. ১৩৫০০ টাকা
  2. ১৪৫০০ টাকা
  3. ১৪৬২৫ টাকা
  4. ১৪৭৫০ টাকা

585. প্রদেয় বাট্টার জন্য যে সঞ্চিতি সৃষ্টি করা হয় তাকে বলে –

  1. প্রদেয় বাট্টা সঞ্চিতি
  2. অনাদায়ী পাওনা সঞ্চিতি
  3. অবচয় সঞ্চিতি
  4. সাধারণ সঞ্চিতি

586. আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করা হয় প্রাপ্য হিসাবের-

  1. মোট মূল্য
  2. নিট মূল্য
  3. আদায়যোগ্য মূল্য

587. যখন ধারে পণ্য বা সেবা অন্য কোনো পক্ষের নিকট বিক্রয় করা হয়, তখন কোন হিসাবের সৃষ্টি হয়?

  1. বিক্রয় হিসাব
  2. প্রদেয় হিসাব
  3. প্রাপ্যসমূহ
  4. কমিশন হিসাব

588. অনাদায়ী পাওনার সঠিক জাবেদা কোনটি?

  1. অনাদায়ী পাওনা হিসাব ডেবিট; প্রদেয় হিসাব ক্রেডিট
  2. অনাদায়ী পাওনা হিসাব ডেবিট; সন্দেহজনক পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট
  3. অনাদায়ী পাওনা হিসাব ডেবিট; বিশদ আর্ন বিবরণী হিসাব ক্রেডিট
  4. সন্দেহজনক পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট; প্রাপ্য হিসাব ক্রেডিট

589. প্রাপ্য নোট হলো –

  1. প্রাপ্য টাকার প্রামাণ্য দলিল
  2. প্রদেয় টাকার প্রামাণ্য দলিল
  3. সুদের হিসাবের নোট
  4. ক্রয়ের হিসাব বই

590. সন্দেহজনক পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে বিবেচনা করা হয় –

  1. অতীত অভিজ্ঞতা
  2. পাওনাদারের স্বচ্ছলতা
  3. অনুমান

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline