এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 59
581. দেনাদার থেকে টাকা প্রাপ্তির সময় পণ্য বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে বলা হয় –
- প্রদত্ত বাট্টা
- কারবারি বাট্টা
- প্রাপ্ত বাট্টা
- ব্যাংক বাট্টা
582. অনাদায়ী পাওনা আদায়ের জন্য জাবেদা –
- প্রাপ্য হিসাব ডেবিট; অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট
- আয় বিবরণী ডেবিট; অনাদায়ী পাওনা আদায় হিসাব ক্রেডিট
- আয় বিবরণী ডেবিট; অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট
- নগদান হিসাব ডেবিট; অনাদায়ী পাওনা আদায় হিসাব ক্রেডিট
583. অনাদায়ী পাওনা কী?
- অদৃশ্যমান লেনদেন
- অনগদ লেনদেন
- অভ্যন্তরীণ লেনদেন
- বার্ধক্য লেনদেন
584. মি. রহিম চার মাস মেয়াদি ১৫,০০০ টাকার বিল ১০% হারে ব্যাংক হতে বাট্টা করল। এক্ষেত্রে বাট্টাকৃত অর্থের পরিমাণ কত?
- ১৩৫০০ টাকা
- ১৪৫০০ টাকা
- ১৪৬২৫ টাকা
- ১৪৭৫০ টাকা
585. প্রদেয় বাট্টার জন্য যে সঞ্চিতি সৃষ্টি করা হয় তাকে বলে –
- প্রদেয় বাট্টা সঞ্চিতি
- অনাদায়ী পাওনা সঞ্চিতি
- অবচয় সঞ্চিতি
- সাধারণ সঞ্চিতি
586. আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করা হয় প্রাপ্য হিসাবের-
- মোট মূল্য
- নিট মূল্য
- আদায়যোগ্য মূল্য
B,C
587. যখন ধারে পণ্য বা সেবা অন্য কোনো পক্ষের নিকট বিক্রয় করা হয়, তখন কোন হিসাবের সৃষ্টি হয়?
- বিক্রয় হিসাব
- প্রদেয় হিসাব
- প্রাপ্যসমূহ
- কমিশন হিসাব
588. অনাদায়ী পাওনার সঠিক জাবেদা কোনটি?
- অনাদায়ী পাওনা হিসাব ডেবিট; প্রদেয় হিসাব ক্রেডিট
- অনাদায়ী পাওনা হিসাব ডেবিট; সন্দেহজনক পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট
- অনাদায়ী পাওনা হিসাব ডেবিট; বিশদ আর্ন বিবরণী হিসাব ক্রেডিট
- সন্দেহজনক পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট; প্রাপ্য হিসাব ক্রেডিট
589. প্রাপ্য নোট হলো –
- প্রাপ্য টাকার প্রামাণ্য দলিল
- প্রদেয় টাকার প্রামাণ্য দলিল
- সুদের হিসাবের নোট
- ক্রয়ের হিসাব বই
590. সন্দেহজনক পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে বিবেচনা করা হয় –
- অতীত অভিজ্ঞতা
- পাওনাদারের স্বচ্ছলতা
- অনুমান
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।