এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 58
578. হিসাবকাল শেষে অনাদায়ী পাওনা হিসাবের জের কোথায় প্রদর্শিত হবে?
- প্রাপ্য হিসাবে
- আর্থিক অবস্থার বিবরণীর প্রাপ্য হিসাব হতে বাদ যাবে
- বিশদ আর্ন বিবরণীতে
- নগদান বইতে খরচ হিসাবে প্রদর্শিত হবে
579. কখন কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হয়?
- কু-ঋণ অবলোপনের জন্য
- যখন কোনো প্রাপ্য হিসাব ব্যবসায়ে নিয়োজিত থাকে না
- যখন কোনো প্রাপ্য হিসাব মারা যায়
- হিসাবকাল শেষে সম্ভাব্য কু-ঋণের জন্য বরাদ্দ রাখার প্রয়োজন হলে
580. অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ধারণের উদ্দেশ্য কী?
- প্রকৃত মুনাফা নির্ণয়
- মূলধন অক্ষত রাখা
- প্রাপ্য হিসাবের সঠিক পরিমাণ নির্ণয়
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।