এইচএসসি হিসাববিজ্ঞান ১মপত্র কুইজ মডেল টেস্ট অনুশীলন – 23

অণুজীব

 

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 23

221. লাভ-ক্ষতি বিবরণীর বাম দিকের সমষ্টি ডান দিকের সমষ্টির চেয়ে বেশি হলে পার্থক্যকে বলে –

  1. নিট লাভ
  2. নিট ক্ষতি
  3. মোট লাভ
  4. মোট ক্ষতি

222. কোন পদ্ধতিতে হিসাব রাখলে রেওয়ামিলের দ্বারা গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা যায় না?

  1. দু’তরফা দাখিলা পদ্ধতি
  2. একতরফা দাখিলা পদ্ধতি
  3. বিকল্প হিসাব পদ্ধতি
  4. আধুনিক হিসাব পদ্ধতি

223. জনাব অমিত তার প্রতিষ্ঠানের হিসাব দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করেন না। তার প্রারম্ভিক মূলধন ২,৫০,০০০ টাকা ও সমাপনী মূলধন ২,০০,০০০ টাকা। সে প্রতি মাসের প্রথম তারিখে ২,০০,০০০ টাকা করে ও প্রতি তিন মাস অন্তর ২৫,০০০ টাকা করে উত্তোলন করেন। এছাড়াও সে বিক্রয়ের টাকা থেকে ২০,০০০ টাকা ১ আগস্ট তারিখে তার ব্যক্তিগত খাতে ব্যয় করেন। সে মূলধন ও উত্তোলনের উপর ৬% হারে সুদ ধার্য করে।মি. অমিতের কারবারের লাভ/ক্ষতি জানার জন্য প্রথমেই নির্ণয় করতে হবে –

  1. প্রারম্ভিক মূলধন
  2. সমাপনী মূলধন
  3. মূলধন ও উত্তোলনের সুদ

224. মি. মমিন ১ জানুয়ারি ২০১১ তারিখে ৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত বছরের শেষে তার ব্যবসায়ের সম্পদ ও দায় ছিল – নগদ ৫০,০০০ টাকা, দেনাদার ৩,০০,০০০ টাকা, সমাপনী মজুদ ৩,০০,০০০ টাকা, আসবাবপত্র ২,৫০,০০০ টাকা, যন্ত্রপাতি ২,৫০,০০০ টাকা, পাওনাদার ২,০০,০০০ টাকা এবং প্রদেয় বিল ১,৫০,০০০ টাকা।মি. মমিনের সমাপনী মূলধনের পরিমাণ কত?

  1. ৮০০০০০ টাকা
  2. ৯৫০০০০ টাকা
  3. ১১৫০০০০ টাকা
  4. ১৪০০০০০ টাকা

225. মি. মমিনের নিট লাভের পরিমাণ কত?

  1. ২০০০০০ টাকা
  2. ৩০০০০০ টাকা
  3. ৩৫০০০০ টাকা
  4. ৮০০০০০ টাকা

226. মি. তমাল তার ব্যবসায়ে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। ২০১২ সালে তার প্রারম্ভিক ও সমাপনী মূলধন ছিল যথাক্রমে ৫,০০,০০০ টাকা ও ৭,৫০,০০০ টাকা। উক্ত বছরে তিনি নগদ ২০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ঐ বছরে তিনি অতিরিক্ত ৫০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন।২০১২ সালে মি. তমালের নিট লাভ কত হবে?

  1. ১৫০০০০ টাকা
  2. ২০০০০০ টাকা
  3. ২৫০০০০ টাকা
  4. ৩০০০০০ টাকা

227. বছর শেষে কত টাকার সাথে তার নিট লাভ ও উত্তোলন সমন্বয় করতে হবে?

  1. ৫০০০০০ টাকা
  2. ৫৫০০০০ টাকা
  3. ৬৫০০০০ টাকা
  4. ৭৫০০০০ টাকা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline