
এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 23
221. লাভ-ক্ষতি বিবরণীর বাম দিকের সমষ্টি ডান দিকের সমষ্টির চেয়ে বেশি হলে পার্থক্যকে বলে –
- নিট লাভ
- নিট ক্ষতি
- মোট লাভ
- মোট ক্ষতি
222. কোন পদ্ধতিতে হিসাব রাখলে রেওয়ামিলের দ্বারা গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা যায় না?
- দু’তরফা দাখিলা পদ্ধতি
- একতরফা দাখিলা পদ্ধতি
- বিকল্প হিসাব পদ্ধতি
- আধুনিক হিসাব পদ্ধতি
223. জনাব অমিত তার প্রতিষ্ঠানের হিসাব দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করেন না। তার প্রারম্ভিক মূলধন ২,৫০,০০০ টাকা ও সমাপনী মূলধন ২,০০,০০০ টাকা। সে প্রতি মাসের প্রথম তারিখে ২,০০,০০০ টাকা করে ও প্রতি তিন মাস অন্তর ২৫,০০০ টাকা করে উত্তোলন করেন। এছাড়াও সে বিক্রয়ের টাকা থেকে ২০,০০০ টাকা ১ আগস্ট তারিখে তার ব্যক্তিগত খাতে ব্যয় করেন। সে মূলধন ও উত্তোলনের উপর ৬% হারে সুদ ধার্য করে।মি. অমিতের কারবারের লাভ/ক্ষতি জানার জন্য প্রথমেই নির্ণয় করতে হবে –
- প্রারম্ভিক মূলধন
- সমাপনী মূলধন
- মূলধন ও উত্তোলনের সুদ
A,B
224. মি. মমিন ১ জানুয়ারি ২০১১ তারিখে ৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত বছরের শেষে তার ব্যবসায়ের সম্পদ ও দায় ছিল – নগদ ৫০,০০০ টাকা, দেনাদার ৩,০০,০০০ টাকা, সমাপনী মজুদ ৩,০০,০০০ টাকা, আসবাবপত্র ২,৫০,০০০ টাকা, যন্ত্রপাতি ২,৫০,০০০ টাকা, পাওনাদার ২,০০,০০০ টাকা এবং প্রদেয় বিল ১,৫০,০০০ টাকা।মি. মমিনের সমাপনী মূলধনের পরিমাণ কত?
- ৮০০০০০ টাকা
- ৯৫০০০০ টাকা
- ১১৫০০০০ টাকা
- ১৪০০০০০ টাকা
225. মি. মমিনের নিট লাভের পরিমাণ কত?
- ২০০০০০ টাকা
- ৩০০০০০ টাকা
- ৩৫০০০০ টাকা
- ৮০০০০০ টাকা
226. মি. তমাল তার ব্যবসায়ে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। ২০১২ সালে তার প্রারম্ভিক ও সমাপনী মূলধন ছিল যথাক্রমে ৫,০০,০০০ টাকা ও ৭,৫০,০০০ টাকা। উক্ত বছরে তিনি নগদ ২০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ঐ বছরে তিনি অতিরিক্ত ৫০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন।২০১২ সালে মি. তমালের নিট লাভ কত হবে?
- ১৫০০০০ টাকা
- ২০০০০০ টাকা
- ২৫০০০০ টাকা
- ৩০০০০০ টাকা
227. বছর শেষে কত টাকার সাথে তার নিট লাভ ও উত্তোলন সমন্বয় করতে হবে?
- ৫০০০০০ টাকা
- ৫৫০০০০ টাকা
- ৬৫০০০০ টাকা
- ৭৫০০০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।