এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 22
211. একতরফা দাখিলা পদ্ধতিতে নিট লাভ নির্ণয়ের জন্য উত্তোলন –
- সমাপনী মূলধনের সাথে যোগ
- প্রারম্ভিক মূলধনের সাথে যোগ
- সমাপনী মূলধনের সাথে বিয়োগ
212. একতরফা দাখিলা পদ্ধতির মৌলিক বই –
- নগদান বই
- সহকারি বই
- দেনাদার খতিয়ান
- লেনদেনের প্রমাণপত্র
213. প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করা হয়?
- প্রারম্ভিক মোট সম্পদ হতে প্রারম্ভিক দায় বিয়োগ করে
- সমাপনী মোট সম্পদ হতে প্রারম্ভিক দায় বিয়োগ করে
- প্রারম্ভিক মোট সম্পদ হতে সমাপনী দায় বিয়োগ করে
- সমাপনী মোট সম্পদ হতে সমাপনী দায় বিয়োগ করে
214. একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবকালের শেষ তারিখে আর্থিক অবস্থা নিরূপণের জন্য কোন বিবরণী তৈরি করতে হয়?
- লাভ-লোকসান বিবরণী
- বৈষয়িক বিবরণী
- নগদ প্রবাহ বিবরণী
- আর্থিক অবস্থার বিবরণী
215. কোনো একটি ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ২০,০০০ টাকা; সমাপনী সম্পত্তি ২৬,০০০ টাকা; অতিরিক্ত মূলধন বিনিয়োগ ৩,০০০ টাকা এবং বছর শেষে লোকসান হয়েছে ৫,০০০ টাকা।বছরে শেষে ব্যবসায়ের দায়ের পরিমাণ কত ছিল?
- ৬০০০ টাকা
- ৮০০০ টাকা
- ২৩০০০ টাকা
- ২৯০০০ টাকা
216. বছর শেষে নিট লাভ ৫,০০০ টাকা হয়ে থাকলে উত্তোলনের পরিমাণ কত ছিল?
- ৬০০০ টাতা
- ৫০০০ টাকা
- ৩০০০ টাকা
- ২০০০ টাকা
217. বিশদ আর্ন বিবরণী কিসের ভিত্তিতে প্রস্তুত করা হয়?
- সম্পদ ও দায়ের ভিত্তিতে
- আয় ও দায়ের ভিত্তিতে
- আয় ও ব্যয়ের পার্থক্যের ভিত্তিতে
- সম্পদ ও আয়ের পার্থক্যের ভিত্তিতে
218. কোন ধরনের প্রতিষ্ঠান একতরফা দাখিলা পদ্ধতি অণুসরণ করে?
- ব্যাংক ও বীমা কোম্পানি
- যৌথ মূলধনী কারবার
- অংশীদারি কারবার
- ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসায়ী
219. একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণকারী ব্যবসায়ের হিসাবকাল শেষে আর্থিক অবস্থা জানার জন্য কোন বিবরণী প্রস্তুত করে?
- বৈষয়িক বিবরণী
- বিশদ আর্ন বিবরণী
- লাভ-লোকসান বিবরণী
- মালিকানাস্বত্ব বিবরণী
220. কোনো একটি ব্যসায়ের প্রারম্ভিক মূলধন ২০,০০০ টাকা; সমাপনী সম্পত্তি ২৬,০০০ টাকা; অতিরিক্ত মূলধন বিনিয়োগ ৩,০০০ টাকা এবং বছর শেষে লোকসান হয়েছে ৫,০০০ টাকা।বছর শেষে ব্যবসায়ের দায়ের পরিমাণ কত ছিল?
- ৬০০০ টাকা
- ৮০০০ টাকা
- ২৩০০০ টাকা
- ২৯০০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।