এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 21
201. এক তরফা দাখিলা পদ্ধতিতে তৈরি করতে হয় –
- লাভ-লোকসান বিবরণী
- লাভ-লোকসান হিসাব
- বৈষয়িক বিবরণী
A,C
202. একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে ব্যবসায়ের লাভ-লোকসান নির্ণয় করা হয়?
- প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন তুলনা করে
- মোট সম্পদ হতে মোট দায় বিয়োগ করে
- ক্রয়-বিক্রয় হিসাবের মাধ্যমে
- লাভ-লোকসান হিসাবের মাধ্যমে
203. সম্পত্তি, দায় এবং মূলধনের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় –
- দ্বৈতসত্তার মাধ্যমে
- হিসাব সমীকরণের মাধ্যমে
- উদ্বর্তপত্রের মাধ্যমে
- ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে
204. কোনটি একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা নয়?
- কম ব্যয় সাপেক্ষ
- গোপনীয়তা রক্ষা
- সর্বক্ষেত্রে প্রয়োগযোগ্য
- সহজ হিসাবরক্ষণ
205. একতরফা দাখিলার ইংরেজী প্রতিশব্দ –
- S1ngle Entry
- S1ngle Entry System
- S1ngle Entry Boucher
- One S1ngle Entry
206. চলতি বছরে মালিক ৫০,০০০ টাকা অতিরিক্ত মূলধন ব্যবসায়ে বিনিয়োগ করল। এটি কোথায় দেখাতে হবে?
- লাভ-লোকসান বিবরণীর বাম দিকে
- বৈষয়িক বিবরণীতে মূলধনের সাথে যোগ
- লাভ-লোকসান বিবরণীর ডাক দিকে
207. প্রদেয় বিল হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত-
- প্রদেয় বিল পরিশোধ
- ইস্যুকৃত প্রদেয় বিল
- প্রাপ্ত বাট্টা
A,B
208. কোনটি তৈরি করার পূর্বেই মূলধন নির্ণয়ের উদ্দেশ্যে বৈষয়িক বিবৃতি প্রস্তুত করা হয়?
- উদ্বর্তপত্র
- লাভ-লোকসান হিসাব
- লাভ-লোকসান বিবরণী
- নগদ প্রবাহ বিবরণী
209. একতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা হলো –
- আংশিক ও অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা
- গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের সমস্যা
- আর্থিক ফলাফল নির্ণয়ে সমস্যা
A,B,C
210. ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানে এক তরফা দাখিলা পদ্ধতি একটি জনপ্রিয় হিসাবরক্ষণ পদ্ধতি। কারণ –
- এ পদ্ধতিতে হিসাবরক্ষণ অত্যন্ত সহজ
- এ পদ্ধতিতে হিসাব রাখার ব্যয় অল্প হয়
- এ পদ্ধতিতে অল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তি হিসাব রাখতে পারে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।