এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 20

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 20

191. একতরফা দাখিলা পদ্ধতিতে কোন ধরনের হিসাব রাখা হয়?

  1. ব্যক্তিবাচক
  2. আয় ও ব্যয়বাচক
  3. সম্পদবাচক
  4. দায়বাচক

192. একতরফায় লাভ-লোকসান নির্ণয় করা হয় –

  1. লাভ-লোকসান আবন্টনের মাধ্যমে
  2. লাভ-ক্ষতি হিসাবের মাধ্যমে
  3. লাভ-লোকসান বিবরণীর মাধ্যমে
  4. আর্থিক বিবরণীর মাধ্যমে

193. একতরফা দাখিলা পদ্ধতি একটি-

  1. অবৈজ্ঞিানিক
  2. বিশৃঙ্খল
  3. অগ্রহণযোগ্য হিসাব ব্যবস্থা

194. কোন পদ্ধতিতে লেনদেনের দ্বৈতসত্তা উপেক্ষা করা হয়?

  1. একতরফা দাখিলা পদ্ধতি
  2. দুতরফা দাখিলা পদ্ধতি
  3. ক ও খ উভয়ই
  4. কোনোটিই নয়

195. প্রদেয় বিলের পরিমাণ জানা যায় কোথা থেকে?

  1. বিল বই থেকে
  2. দেয় বিল বই থেকে
  3. প্রাপ্য বিল বই থেকে
  4. নগদ বই থেকে

196. প্রারম্ভিক আর্থিক বিবরণী থেকে কোনটি নির্ণয় করা হয়?

  1. প্রারম্ভিক মূলধন
  2. সমাপনী মূলধন
  3. প্রারম্ভিক সম্পত্তি
  4. প্রারম্ভিক দায়

197. তথ্যের ভিত্তিতে মূলধন কত হবে-সম্পদ: জমি ১০,০০০ টাকা; মজুদ পণ্য ৪,২৫০ টাকা; নগদ ৫০ টাকা; দায়: প্রদেয় হিসাব ১,৫০০ টাকা; জনাব আহমেদের কাছে ঋণ ২,০০০ টাকা।

  1. ১০৫০০ টাকা
  2. ১০৮০০ টাকা
  3. ১৬০০০ টাকা
  4. ১৭৭৫০ টাকা

198. প্রারম্ভিক দেনাদার ১,০৬,২৫০ টাকা, সমাপনী দেনাদার ১৫,৫০০ টাকা এবং অলিখিত অনাদায়ী পাওনা ১০,০০০ টাকা এবং ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলা হয়েছে। এক্ষেত্রে অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে –

  1. ৪৭৫০ টাকা
  2. ৫২৫০ টাকা
  3. ৭৭০০০ টাকা
  4. ৭৭৫০ টাকা

199. লাভ-ক্ষতি বিবরণীর দুদিকের যোগফল সমান হলে তা কী নির্দেশ করে?

  1. আয়-ব্যয় সমান
  2. লাভ-ক্ষতি সমান
  3. সম্পত্তি ও দায় সমান
  4. মূলধন ও দায় সমান

200. বৈষয়িক বিবরণীতে প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতির কী প্রভাব পড়ে?

  1. পাওনাদারের পরিমাণ হ্রাস পায়
  2. নিট লাভ হ্রাস পায়
  3. মোট দায় বৃদ্ধি পায়
  4. মোট সম্পত্তি হ্রাস পায়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline