এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 20
191. একতরফা দাখিলা পদ্ধতিতে কোন ধরনের হিসাব রাখা হয়?
- ব্যক্তিবাচক
- আয় ও ব্যয়বাচক
- সম্পদবাচক
- দায়বাচক
192. একতরফায় লাভ-লোকসান নির্ণয় করা হয় –
- লাভ-লোকসান আবন্টনের মাধ্যমে
- লাভ-ক্ষতি হিসাবের মাধ্যমে
- লাভ-লোকসান বিবরণীর মাধ্যমে
- আর্থিক বিবরণীর মাধ্যমে
193. একতরফা দাখিলা পদ্ধতি একটি-
- অবৈজ্ঞিানিক
- বিশৃঙ্খল
- অগ্রহণযোগ্য হিসাব ব্যবস্থা
A,B,C
194. কোন পদ্ধতিতে লেনদেনের দ্বৈতসত্তা উপেক্ষা করা হয়?
- একতরফা দাখিলা পদ্ধতি
- দুতরফা দাখিলা পদ্ধতি
- ক ও খ উভয়ই
- কোনোটিই নয়
195. প্রদেয় বিলের পরিমাণ জানা যায় কোথা থেকে?
- বিল বই থেকে
- দেয় বিল বই থেকে
- প্রাপ্য বিল বই থেকে
- নগদ বই থেকে
196. প্রারম্ভিক আর্থিক বিবরণী থেকে কোনটি নির্ণয় করা হয়?
- প্রারম্ভিক মূলধন
- সমাপনী মূলধন
- প্রারম্ভিক সম্পত্তি
- প্রারম্ভিক দায়
197. তথ্যের ভিত্তিতে মূলধন কত হবে-সম্পদ: জমি ১০,০০০ টাকা; মজুদ পণ্য ৪,২৫০ টাকা; নগদ ৫০ টাকা; দায়: প্রদেয় হিসাব ১,৫০০ টাকা; জনাব আহমেদের কাছে ঋণ ২,০০০ টাকা।
- ১০৫০০ টাকা
- ১০৮০০ টাকা
- ১৬০০০ টাকা
- ১৭৭৫০ টাকা
198. প্রারম্ভিক দেনাদার ১,০৬,২৫০ টাকা, সমাপনী দেনাদার ১৫,৫০০ টাকা এবং অলিখিত অনাদায়ী পাওনা ১০,০০০ টাকা এবং ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলা হয়েছে। এক্ষেত্রে অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে –
- ৪৭৫০ টাকা
- ৫২৫০ টাকা
- ৭৭০০০ টাকা
- ৭৭৫০ টাকা
199. লাভ-ক্ষতি বিবরণীর দুদিকের যোগফল সমান হলে তা কী নির্দেশ করে?
- আয়-ব্যয় সমান
- লাভ-ক্ষতি সমান
- সম্পত্তি ও দায় সমান
- মূলধন ও দায় সমান
200. বৈষয়িক বিবরণীতে প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতির কী প্রভাব পড়ে?
- পাওনাদারের পরিমাণ হ্রাস পায়
- নিট লাভ হ্রাস পায়
- মোট দায় বৃদ্ধি পায়
- মোট সম্পত্তি হ্রাস পায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।