এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 19
181. একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে না –
- ব্যক্তিবাচক
- সম্পত্তিবাচক
- দায়বাচক
- নামিক
182. মূলধনের সুদ ধার্য না করলে মালিকানাস্বত্ব-
- বৃদ্ধি পাবে
- হ্রাস পাবে
- অপরিবর্তিত থাকে
A,B,C
183. একতরফা দাখিলা পদ্ধতি একটি –
- সম্পূর্ণ পদ্ধতি
- স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি
- অসম্পূর্ণ পদ্ধতি
- পূর্ণাঙ্গ পদ্ধতি
184. জনাব অমিত তার প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন না। তার প্রারম্ভিক মূলধন ২,৫০,০০০ টাকা ও সমাপনী মূলধন ২,০০,০০০ টাকা। সে প্রতি মাসের প্রথম তারিখে ২,০০০ টাকা করে উত্তোলন করেন। এছাড়াও সে বিক্রয়ের টাকা থেকে ২০,০০০ টাকা ১ আগষ্ট তারিখে তার ব্যক্তিগত খাতে ব্যয় করেন। সে মূলধন ও উত্তোলনের উপর ৬% হারে সুদ ধার্য করে।মি. অমিতের কারবারের লাভ/ক্ষতি জানার প্রথমেই নির্ণয় হবে-
- প্রারম্ভিক মূলধন
- সমাপনী মূলধন
- মূলধন ও উত্তোলনের সুদ
A,B,C
185. মি. অমিতের উত্তোলনের পরিমাণ কত?
- ২৪০০০ টাকা
- ৪৪০০০ টাকা
- ১২৪০০০ টাকা
- ১৪৪০০০ টাকা
186. লাভ-লোকসান বিবরণীর ডান দিকে বসবে-
- সমাপনী মূলধন
- প্রারম্ভিক মূলধন
- নগদ উত্তোলন
A,C
187. মূলধনের হ্রাস নির্দেশ করে –
- আয় অপেক্ষা ব্যয় বেশি
- লাভ অপেক্ষা উত্তোলন বেশি
- ব্যয় অপেক্ষা আর্ন বেশি
A,B
188. একতরফা দাখিলা পদ্ধতিতে বৈষয়িক বিবরণী প্রস্তুত করা হয় কেন?
- নিট সম্পদ জানার জন্য
- নিট দায় জানার জন্য
- আর্থিক অবস্থা জানার জন্য
- সমাপনী মালিকানাস্বত্ব জানার জন্য
189. একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি সম্ভব?
- গোপনীয়তা রক্ষা
- সঠিক সিদ্ধান্ত গ্রহণ
- সঠিক আর্থিক অবস্থা নির্ণয়
- প্রকৃত লাভ-ক্ষতি নির্ণয়
190. অসম্পূর্ণ দাখিলা পদ্ধতিতে রাখা হয়-
- প্রারম্ভিক মূলধন হিসাব
- সমাপনী মূলধন হিসাব
- অতিরিক্ত মূলধন হিসাব
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।