এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 18
171. একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পত্তি ও দায় সংক্রান্ত হিসাবের অপূর্ণতায় কোনটি জানা অসম্ভব?
- মোট দেনা
- মোট পাওনা
- প্রকৃত আর্থিক অবস্থা
- নিট লাভ বা ক্ষতি
172. একতরফা দাখিলা পদ্ধতিতে কারবারের সঠিক লাভ-ক্ষতি নিরূপণ অসম্ভব কারণ এ পদ্ধতিতে –
- ব্যক্তিবাচক হিসাব রাখা হয় না
- সম্পত্তিবাচক হিসাব রাখা হয় না
- নামিক হিসাব রাখা হয় না
B,C
173. প্রতি মাসের ষে তারিখে উত্তোলন করা হলে উত্তোলনের সুদ নির্ণয়ে কত মাসের সুদ গণনায় আনতে হবে?
- ৬.৫ মাসের
- ৬ মাসের
- ৫.৫ মাসের
- ৫ মাসের
174. মালিক কর্তৃক কারবারে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করল। এ ঘটনাটি দ্বারা ব্যবসায়ের –
- সম্পদ বৃদ্ধি পায়
- মূলধন বৃদ্ধি পায়
- দায় বৃদ্ধি পায়
A,B
175. গত বছরের অপরিশোধিত দেনা –
- প্রারম্ভিক মূলধন নির্ণয়ে আসবে
- সমাপনী মূলধন নির্ণয়ে আসবে
- বিবেচনায় আসবে না
- দায়ের দিকে যাবে
176. লাভ-লোকসান নির্ণয়ে একতরফা দাখিলা পদ্ধতিতে প্রয়োজন হয়-
- সমাপনী মূলধন
- প্রারম্ভিক মূলধন
- যাবতীয় আয়-ব্যয়
A,B
177. একতরফা দাখিলা পদ্ধতিকে অস্বীকৃতি পদ্ধতি বলা হয় কেন?
- এতে লেনদেনের দুটি পক্ষ হিসাবভুক্ত হয় বলে
- এতে হিসাবের যাবতীয় বই সংরক্ষিত হয় বলে
- এতে সকল প্রকার লেনদেন লিপিবদ্ধ করা হয় না বলে
- এতে সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হয় বলে
178. মি. গোবিন্দ একজন খুচরা ব্যবসায়ী। তার ব্যবসায়ে ৫০,০০০ টাকার যন্ত্রপাতি রয়েছে। তিনি ৬% হারে ১ বছরের অবচয় ধার্য করলেন। এর প্রভাবে-
- মূলধন ৩০০০ টাকা হ্রাস পাবে
- সম্পত্তি ৩০০০ টাকা হ্রাস পাবে
- নিট মুনাফা ৩০০০ টাকা হ্রাস পাবে
B,C
179. একতরফা দাখিলা পদ্ধতিকে কেন হিসাবরক্ষণের অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতি বলা হয়?
- প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকার কারণে
- প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল নির্ণয় করা যায়
- সকল লেনদেনের দুটি পক্ষ হিসাবভুক্ত না করার কারণে
- প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করা যায়
180. একতরফা দাখিলা পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন হিসাব ফলাফল তির করা কঠিন হয় কারণ
- এ পদ্ধিততে নামিক হিসাব রাখা হয় না
- এ পদ্ধতিতে সম্পত্তি হিসাব রাখা হয় না
- এ পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব রাখা হয় না
- এ পদ্ধতিতে নগদান হিসাব রাখা হয় না
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।