এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 18

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 18

171. একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পত্তি ও দায় সংক্রান্ত হিসাবের অপূর্ণতায় কোনটি জানা অসম্ভব?

  1. মোট দেনা
  2. মোট পাওনা
  3. প্রকৃত আর্থিক অবস্থা
  4. নিট লাভ বা ক্ষতি

172. একতরফা দাখিলা পদ্ধতিতে কারবারের সঠিক লাভ-ক্ষতি নিরূপণ অসম্ভব কারণ এ পদ্ধতিতে –

  1. ব্যক্তিবাচক হিসাব রাখা হয় না
  2. সম্পত্তিবাচক হিসাব রাখা হয় না
  3. নামিক হিসাব রাখা হয় না

173. প্রতি মাসের ষে তারিখে উত্তোলন করা হলে উত্তোলনের সুদ নির্ণয়ে কত মাসের সুদ গণনায় আনতে হবে?

  1. ৬.৫ মাসের
  2. ৬ মাসের
  3. ৫.৫ মাসের
  4. ৫ মাসের

174. মালিক কর্তৃক কারবারে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করল। এ ঘটনাটি দ্বারা ব্যবসায়ের –

  1. সম্পদ বৃদ্ধি পায়
  2. মূলধন বৃদ্ধি পায়
  3. দায় বৃদ্ধি পায়

175. গত বছরের অপরিশোধিত দেনা –

  1. প্রারম্ভিক মূলধন নির্ণয়ে আসবে
  2. সমাপনী মূলধন নির্ণয়ে আসবে
  3. বিবেচনায় আসবে না
  4. দায়ের দিকে যাবে

176. লাভ-লোকসান নির্ণয়ে একতরফা দাখিলা পদ্ধতিতে প্রয়োজন হয়-

  1. সমাপনী মূলধন
  2. প্রারম্ভিক মূলধন
  3. যাবতীয় আয়-ব্যয়

177. একতরফা দাখিলা পদ্ধতিকে অস্বীকৃতি পদ্ধতি বলা হয় কেন?

  1. এতে লেনদেনের দুটি পক্ষ হিসাবভুক্ত হয় বলে
  2. এতে হিসাবের যাবতীয় বই সংরক্ষিত হয় বলে
  3. এতে সকল প্রকার লেনদেন লিপিবদ্ধ করা হয় না বলে
  4. এতে সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হয় বলে

178. মি. গোবিন্দ একজন খুচরা ব্যবসায়ী। তার ব্যবসায়ে ৫০,০০০ টাকার যন্ত্রপাতি রয়েছে। তিনি ৬% হারে ১ বছরের অবচয় ধার্য করলেন। এর প্রভাবে-

  1. মূলধন ৩০০০ টাকা হ্রাস পাবে
  2. সম্পত্তি ৩০০০ টাকা হ্রাস পাবে
  3. নিট মুনাফা ৩০০০ টাকা হ্রাস পাবে

179. একতরফা দাখিলা পদ্ধতিকে কেন হিসাবরক্ষণের অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতি বলা হয়?

  1. প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকার কারণে
  2. প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল নির্ণয় করা যায়
  3. সকল লেনদেনের দুটি পক্ষ হিসাবভুক্ত না করার কারণে
  4. প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করা যায়

180. একতরফা দাখিলা পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন হিসাব ফলাফল তির করা কঠিন হয় কারণ

  1. এ পদ্ধিততে নামিক হিসাব রাখা হয় না
  2. এ পদ্ধতিতে সম্পত্তি হিসাব রাখা হয় না
  3. এ পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব রাখা হয় না
  4. এ পদ্ধতিতে নগদান হিসাব রাখা হয় না

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline