আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দেশের উচ্চ মাধ্যমিকের মোট ৮টি শিক্ষা বোর্ড, কারিগরী, মাদ্রাসাসহ একযোগে সারাদেশে এই পরীক্ষা শুরু হবে। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এই সময়সুচি প্রকাশিত হয়েছিল।
এবারে সকাল এবং বিকেল দু বেলাতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য বারের চেয়ে এবারের পরীক্ষায় গুরুত্বপুর্ণ বিষয়সমুহের জন্য পরীক্ষার মাঝের ছুটি তথা গ্যাপ আনুপাতিক হারে কম। সকাল এবং বিকাল দু ভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ভাগের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। আর শেষ ভাগের পরীক্ষা শুরু হবে বেলা ২টায়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। পরীক্ষা উপলক্ষে ইশিখন.কম এ প্রকাশিত হবে গুরুত্বপুর্ণ সাজেশন।
ক্রমিক নং | বিষয় ও সময় সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত |
তারিখ | বিষয় ও সময় বিকাল ২ টা থেকে ৫টা পর্যন্ত |
---|---|---|---|
1 | বাংলা ১ম | 2-Apr | |
2 | বাংলা ২য় | 4-Apr | |
3 | ইংরেজী ১ম | 6-Apr | |
4 | ইংরেজী ২য় | 8-Apr | |
5 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম | 10-Apr | |
6 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় | 11-Apr | |
7 | পৌরনীতি ১ম, জীববিজ্ঞান ১ম, ব্যবসায় উদ্যোগ ১ম, ফিন্যান্স ব্যাংকিং ১ম | 12-Apr | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম |
8 | পৌরনীতি ২য়, জীববিজ্ঞান ২য়, ব্যবসায় উদ্যোগ ২য়, ফিন্যান্স ব্যাংকিং ২য় | 15-Apr | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় |
9 | গার্হস্থ বিজ্ঞান ১ম | 17-Apr | পরিসংখ্যান ১ম, সাধারণ বিজ্ঞান ১ম |
10 | গার্হস্থ বিজ্ঞান ২য় | 18-Apr | পরিসংখ্যান ২য়, সাধারণ বিজ্ঞান ২য় |
11 | মনোবিজ্ঞান ১ম | 19-Apr | চারুকলা ১ম |
12 | মনোবিজ্ঞান ২য় | 20-Apr | চারুকলা ২য় |
13 | হিসাব বিজ্ঞান ১ম | 22-Apr | সমাজবিজ্ঞান ১ম |
14 | হিসাব বিজ্ঞান ২য় | 23-Apr | সমাজবিজ্ঞান ২য় |
15 | পদার্থ বিজ্ঞান ১ম, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম, ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম | 24-Apr | |
16 | পদার্থ বিজ্ঞান ২য়, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য়, ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় | 26-Apr | |
17 | অর্থনীতি ১ম, কম্পিউটার শিক্ষা ১ম | 27-Apr | |
18 | অর্থনীতি ২য়, কম্পিউটার শিক্ষা ২য় | 29-Apr | |
19 | রসায়ন ১ম, ইতিহাস ১ম | 30-Apr | অর্থনীতি ও বানিজ্যিক ভুগোল ১ম |
20 | রসায়ন ২য়, ইতিহাস ২য় | 2-May | অর্থনীতি ও বানিজ্যিক ভুগোল ২য় |
21 | যুক্তিবিদ্যা ১ম | 3-May | |
22 | যুক্তিবিদ্যা ২য় | 4-May | |
23 | কৃষিশিক্ষা ১ম | 6-May | |
24 | কৃষিশিক্ষা ২য় | 7-May | |
25 | ভুলোগ ১ম | 8-May | |
26 | ভুলোগ ২য় | 9-May | |
27 | উচ্চতর গণিত ১ম, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ১ম | 11-May | |
28 | উচ্চতর গণিত ২য়, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ২য় | 13-May | |
29 | ইসলাম শিক্ষা ১ম | 14-May | |
30 | ইসলাম শিক্ষা ২য় | 15-May |