সীমিত গ্যাপেই এবারের এইচএসসি পরীক্ষা, বিস্তারিত রুটিন দেখে নিন

আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা।  দেশের উচ্চ মাধ্যমিকের মোট ৮টি শিক্ষা বোর্ড, কারিগরী, মাদ্রাসাসহ একযোগে সারাদেশে এই পরীক্ষা শুরু হবে। গত  বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এই সময়সুচি প্রকাশিত হয়েছিল।

এবারে সকাল এবং বিকেল দু বেলাতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য বারের চেয়ে এবারের পরীক্ষায় গুরুত্বপুর্ণ বিষয়সমুহের জন্য পরীক্ষার মাঝের ছুটি তথা গ্যাপ আনুপাতিক হারে কম। সকাল এবং বিকাল দু ভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।  দিনের প্রথম ভাগের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। আর শেষ ভাগের পরীক্ষা শুরু হবে বেলা ২টায়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।  পরীক্ষা উপলক্ষে ইশিখন.কম এ প্রকাশিত হবে গুরুত্বপুর্ণ  সাজেশন।

ক্রমিক নং বিষয় ও সময়
সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত
তারিখ বিষয় ও সময়
বিকাল ২ টা থেকে ৫টা পর্যন্ত
1 বাংলা ১ম 2-Apr
2 বাংলা ২য় 4-Apr
3 ইংরেজী ১ম 6-Apr
4 ইংরেজী ২য় 8-Apr
5 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম 10-Apr
6 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় 11-Apr
7 পৌরনীতি ১ম, জীববিজ্ঞান ১ম, ব্যবসায় উদ্যোগ ১ম, ফিন্যান্স ব্যাংকিং ১ম 12-Apr ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম
8 পৌরনীতি ২য়, জীববিজ্ঞান ২য়, ব্যবসায় উদ্যোগ ২য়, ফিন্যান্স ব্যাংকিং ২য় 15-Apr ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য়
9 গার্হস্থ বিজ্ঞান ১ম 17-Apr পরিসংখ্যান ১ম, সাধারণ বিজ্ঞান ১ম
10 গার্হস্থ বিজ্ঞান ২য় 18-Apr পরিসংখ্যান ২য়, সাধারণ বিজ্ঞান ২য়
11 মনোবিজ্ঞান ১ম 19-Apr চারুকলা ১ম
12 মনোবিজ্ঞান ২য় 20-Apr চারুকলা ২য়
13 হিসাব বিজ্ঞান ১ম 22-Apr সমাজবিজ্ঞান ১ম
14 হিসাব বিজ্ঞান ২য় 23-Apr সমাজবিজ্ঞান ২য়
15 পদার্থ বিজ্ঞান ১ম, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম, ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম 24-Apr
16 পদার্থ বিজ্ঞান ২য়, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য়, ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় 26-Apr
17 অর্থনীতি ১ম, কম্পিউটার শিক্ষা ১ম 27-Apr
18 অর্থনীতি ২য়, কম্পিউটার শিক্ষা ২য় 29-Apr
19 রসায়ন ১ম, ইতিহাস ১ম 30-Apr অর্থনীতি ও বানিজ্যিক ভুগোল ১ম
20 রসায়ন ২য়, ইতিহাস ২য় 2-May অর্থনীতি ও বানিজ্যিক ভুগোল ২য়
21 যুক্তিবিদ্যা ১ম 3-May
22 যুক্তিবিদ্যা ২য় 4-May
23 কৃষিশিক্ষা ১ম 6-May
24 কৃষিশিক্ষা ২য় 7-May
25 ভুলোগ ১ম 8-May
26 ভুলোগ ২য় 9-May
27 উচ্চতর গণিত ১ম, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ১ম 11-May
28 উচ্চতর গণিত ২য়, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ২য় 13-May
29 ইসলাম শিক্ষা ১ম 14-May
30 ইসলাম শিক্ষা ২য় 15-May

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline