এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-5 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 867
8661. ন্যানো পার্টিকেল এর আকার কত?
- 1-1000nm
- 1-100nm
- 1-50nm
- 1-10nm
8662. নিচের কোনটির পৃষ্ঠতল সবচেয়ে বেশি?
- সূক্ষ্ম কণা
- অতিসূক্ষ্ম কণা
- ন্যানো কণা
- ক্রিস্টাল ল্যাটিস
8663. বাংলাদেশের সর্বপ্রথম আবিস্কৃত কয়লা ক্ষেত্রের নাম কী?
- বড় পুকুরিয়া কয়লা ক্ষেত্র
- খালাসপীর কয়লা ক্ষেত্র
- দিঘীপাড়া কয়লা ক্ষেত্র
- জামালগঞ্জ কয়লা ক্ষেত্র
8664. সাংশ্লেষিত তন্তু হলো-
- রেয়ন
- নাইলন
- তুলা
8665. কয়লা কী?
- কার্বনের রূপভেদ
- গ্রাফাইট সমৃদ্ধ যৌগ
- খনিজ ধাতুর সাথে পাওয়া যায়
- কয়লা থেকে ইউরিয়া তৈরি হয়
8666. ট্যানারি বর্জ্যের প্রচন্ড দুর্গন্ধের কারণ তাতে থাকা-
- প্রোটিন
- ফ্যাট
- প্যাথোজেনিক ব্যাকটেরিয়া
8667. নিচের কোনটি অধিক পরিমাণে SO2 তৈরি করে?
- শক্ত কয়লা
- বাদামি কয়লা
- জ্বালানি তেল
- প্রাকৃতিক গ্যাস
8668. বায়ুদূষণ ঘটার কারণ মূলত-
- দুই ধরনের
- তিন ধরনের
- চার ধরনের
- পাঁচ ধরনের
8669. কোন খনির কয়লার মান সবচেয়ে বেশি?
- দীঘিপাড়া
- খালিমপুর
- বড় পুকুরিয়া
- জামালগঞ্জ
8670. আয়রনমুক্ত সিমেন্ট-
- হলুদ বর্ণের
- ধীরে তাপজারিত হয়
- কম শক্তি
- ধীরে জমাট বাঁধে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-রসায়ন ২য়পত্র-5 - এইচএসসি-রসায়ন ২য়পত্র-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 867"