এইচএসসি রসায়ন ২য়পত্র

রসায়ন ২য়পত্র | এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 840

8391. কোনটি অ্যারোমেটিক কার্বক্সিলিক এসিড?

  1. অক্সালিক এসিড
  2. ইথানোয়িক এসিড
  3. স্যাক্সিনিক এসিড
  4. বেনজোয়িক এসিড

8392. বিউটাইন-1 ও বিউটিন-1 এর মধ্যে পার্থক্য করা যায় কোনটি দ্বারা?

  1. ব্রোমিন দ্রবণ
  2. অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড
  3. অ্যামোনিয়াযুক্তজিঙ্ক ক্লোরাইড
  4. ক্লোরিন দ্রবণ

8393. কোনটি ইথার সংশ্লেষণের পদ্ধতি?

  1. উর্টজ ফিটিগ পদ্ধতি
  2. কোব সংশ্লেষণ পদ্ধতি
  3. উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি
  4. গ্রিগনার্ড সংশ্লেষণ পদ্ধতি

8394. অ্যালকিন কোন বিক্রিয়ায় অ্যালকেন এ পরিণত হয়?

  1. জারণ
  2. পলিমাকরণ
  3. সংযোজন
  4. সমাণুকরণ

8395. ফেনল নিচের কোন ধর্ম প্রদর্শন করে?

  1. অম্লীয়
  2. ক্ষারীয়
  3. নিরপেক্ষ
  4. উভধর্মী

8396. অ্যালফেটিক কার্বক্সিলিক এসিডকে বলা হয়-

  1. মিনারেল এসিড
  2. জৈব এসিড
  3. ফ্যাটি এসিড
  4. সবগুলো

8397. বেনজিনের দ্বিবন্ধনের মান অ্যালিফেটিক যৌগের-

  1. কম
  2. বেশি
  3. সমান
  4. মাঝামাঝি

8398. হ্যাকেল তত্ব অনুসারে অ্যারোমেটিক যৌগের আকৃতি কেমন?

  1. লম্বা
  2. চ্যাপ্টা
  3. গোলাকার
  4. ক্রিকোণাকার

8399. ঘুমের ঔষধ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

  1. KBr
  2. KF
  3. K1
  4. KC1

8400. আজকের পারমাণবিক যুগে জৈব রসায়নকে কী বলা হয়?

  1. কেন্দ্রীয় রসায়ন
  2. কেন্দ্রীয় বিজ্ঞান
  3. কেন্দ্রীয় পরমাণু
  4. সবগুলো

রসায়ন ২য়পত্র | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

আরো পড়ুন:

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline