এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-3 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 834
8331. গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য?
- কঠিন
- গ্যাসীয়
- তরল
- প্লাজমা
8332. গ্যাসের আয়তন 1400 হলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত পাওয়া যাবে?
- 273 K
- 373 K
- 473 K
- 473 K
8333. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও: একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র দিয়ে সম আয়তনের অক্সিজেন ও একটি অজ্ঞাত গ্যাসের নি:সরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড ও 80 সেকেন্ড সময় লাগে। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত?
- 80.12
- 73.5
- 72.5
- 65.31
8334. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও: একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র দিয়ে সম আয়তনের অক্সিজেন ও একটি অজ্ঞাত গ্যাসের নি:সরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড ও 80 সেকেন্ড সময় লাগে। উদ্দীপকের আলোকে বলা যায়-
- অক্সিজেন ব্যাপন হার বেশি
- অজানা গ্যাসের ঘনত্ব বেশি
- তাপ ও চাপ পরিবর্তন করলে ব্যাপন হার পরিবর্তিত হবে
8335. শিল্পগতভাবে নাইট্রোজেন আবদ্ধকরণের প্রক্রিয়া কোনটি?
- ফ্রিডেল ক্যাফটকজ বিক্রিয়া
- অসওয়াল্ড পদ্ধতি
- হেবার-বস পদ্ধতি
- থার্মিট প্রক্রিয়া
8336. উর্টজ বিক্রিয়ায় উৎপন্ন কী?
- অ্যালকিন
- অ্যালকেন
- অ্যালকাইন
- অ্যালকোহল
8337. কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে না?
- অ্যালকিন
- অ্যালকাইন
- বেনজিন
- কোনোটিই নয়
8338. কোনটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক?
- -CHO
- -COOH
- -CO-
- -OH
8339. অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
- অ্যালডিহাইড
- কিটোন
- অ্যালকোহল
- এসিড
8340. গ্লিসারিন শনাক্তকরণ বিক্রিয়া-
- অ্যালক্রোলিন পরীক্ষা
- KMnO4 দ্রবণ পরীক্ষা
- বোরাক্স ফেনফথ্যালিন পরীক্ষা
- সবগুলো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-রসায়ন ২য়পত্র-3 - এইচএসসি-রসায়ন ২য়পত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 834"