এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-3 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 844
8431. নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কত প্রকার?
- দুই প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
- পাঁচ প্রকার
8432. CnH2n-এর ওজোনোলাইসিসে উৎপন্ন হয়-
- অ্যালডিহাইড
- এসিড
- কিটোন
8433. অ্যামিন প্রধানত কত প্রকার?
- 2
- 3
- 4
- 5
8434. ন্যাপথালিন এর সংকেত কোনটি?
- C10H8
- C7H8
- C8H8
- C7H6O2
8435. নিউক্লিয়াফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় উৎপন্ন জৈব আয়নকে কী বলা হয়?
- কার্বানায়ন
- কার্বোনিয়াম আয়ন
- কার্বন ফ্রি রেডিকাল
- জুইটার আয়ন
8436. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: C4H4C1 আণবিক সংকেতযুক্ত A জৈব যৌগিকে কস্টিক পটাস সহযোগে উত্তপ্ত করলে B ও C নামক দুটি অ্যালকিন উৎপন্ন হয়, যারা পরস্পরের সমাণু। B ও C এর মিশ্রণকে ওজোনোলাইসিস করলে কোনটি উৎপন্ন হয়?
- CH3CH2OH
- HCOOH
- CH3OH
- CH3CHO
8437. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: C4H4C1 আণবিক সংকেতযুক্ত A জৈব যৌগিকে কস্টিক পটাস সহযোগে উত্তপ্ত করলে B ও C নামক দুটি অ্যালকিন উৎপন্ন হয়, যারা পরস্পরের সমাণু। A এর সাথে উত্তপ্ত অ্যালকোহলীয় KOH এর বিক্রিয়ায়-
- ডিহাইড্রোক্লোরিনেশন ঘটে
- C4H8 যৌগ উৎপন্ন হয়
- উৎপন্ন যৌগ সম্পৃক্ত হাইড্রোকার্বন
8438. ইউরিয়ার আইসোমার কোনটি?
- KCNO
- C6H6
- NH4NO3
- NH4CNO
8439. ইথার কত প্রকার?
- 1
- 2
- 3
- 4
8440. অপ্রতিসম অ্যালকিনের সংযোজন বিক্রিয়ায় উৎপাদ হয়-
- একটি
- দুইটি
- তিনটি
- চারটি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-রসায়ন ২য়পত্র-3 - এইচএসসি-রসায়ন ২য়পত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 844"