এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 355
3541. কর্মী নির্বাচন পদ্ধতির শেষ পদক্ষেপ কী?
- আবেদনপত্র বাছাই
- লিখিত পরীক্ষা
- স্বাস্থ্য পরীক্ষা
- পদায়ন
3542. কর্মীসংস্থানের কোন কাজের ক্ষেত্রে ‘Mer1t Hunt1ng’ এটি ব্যবহার করা হয়?
- কর্মী সংগ্রহ
- কর্মী নিয়োগ
- কর্মী প্রশিক্ষণ
- কর্মী নির্বাচন
3543. প্রশিক্ষণের বাহ্যিক পদ্ধতি –
- চলচ্চিত্র ও টিভি
- ঘটনা পদ্ধতি
- সেমিনার
A,C
3544. অন্ধ অনুসরণ কোন ধরনের সমস্যা সৃষ্টি করে?
- অধীনস্থরা অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করে
- প্রয়োজনের তুলনায় বেশি শ্রদ্ধাবোধ দেখায়
- কাজের প্রতি বেশি আন্তরিকতা দেখায়
- ত্রুটিপূর্ণ নির্দেশনা পালন করে
3545. পরামর্শমূলক নির্দেশনার ফলে-
- কর্মীদের অনুপ্রেরণা ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে
- অধীনস্থরা স্বেচ্ছায় নিয়ন্ত্রিত হয়ে থাকে
- নেতার কর্তৃত্ব হ্রাস পায়
A,B
3546. ইংরেজী ‘Leadersh1p’ শব্দটির বাংলা অর্থ কী?
- নেতা
- নেতৃত্ব
- নির্দেশনা
- পরামর্শমূলক নির্দেশনা
3547. নেতৃত্বের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো-
- আদেশ
- নির্দেশ
- তত্ত্বাবধান
A,B,C
3548. নির্দেশনাকে প্রশাসনের কী বলে?
- মস্তিষ্ক
- স্নায়ুকেন্দ্র
- হৃদপিন্ড
- মেরুদন্ড
3549. নির্দেশনার ফলে সমন্বয়সাধন সম্ভব হয়-
- বিভাগের সাথে
- কর্মীদের মধ্যে
- অন্য প্রতিষ্ঠানের সাথে
A,B
3550. নির্দেশনার বৈশিষ্ট্য কোনটি?
- নিয়ন্ত্রণ
- কার্যপ্রবাহ সৃষ্টি
- দক্ষতা বৃদ্ধি
- যৌক্তিকতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 355"