এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 354
3531. প্রশিক্ষণ পদ্ধতি –
- কোচিং
- বক্তৃতা
- সহযোগিতা
A,B
3532. একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ কর্মী সংগ্রহের কোন প্রকার উৎস?
- অভ্যন্তরীণ উৎস
- বাহ্যিক উৎস
- এটি কর্মী সংগ্রহের কোনো উৎস নয়
- সবকটি
3533. ব্যক্তিত্ব পরীক্ষা যাচাই করা হয় কোনটির মাধ্যমে?
- কাজের প্রতি আগ্রহ
- কার্য দক্ষতা
- আবেগ-অনুভূতি
- চিন্তর গভীরতা
3534. সুষ্ঠু ব্যবস্থাপনার মূল চাবিকাঠি কোনটি?
- কর্মীসংস্থান
- কর্মী নির্বাচন
- পরিকল্পনা
- প্রশিক্ষণ
3535. স্টাফিং – এর অর্থ কী?
- কর্মী সংগ্রহ
- কর্মী নির্বাচন
- কর্মীসংস্থান
- কর্মীবাহিনী
3536. কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস হলো –
- বিজ্ঞাপন প্রদান
- শ্রমিক সংঘের সুপারিশ
- নিয়োজিত কর্মীদের সুপারিশ
- নিয়োজিত কর্মকর্তাদের সুপারিশ
3537. কর্মী সংগ্রহ বলতে কী বোঝায়?
- নিয়োগ দেওয়া
- প্রার্থিতা নিশ্চিত করা
- একত্রিত করা
- নির্বাচিত করা
3538. কর্মী নির্বাচনের ঋণাত্মক প্রক্রিয়ায়-
- নির্বাচনে কঠোর নিয়ম অবলম্বন করা হয়
- এটি একটি বাছাই প্রক্রিয়া
- বাছাইকরণের সময় অনেক প্রার্থী বাদ পড়ে যায়
A,C
3539. কর্মীসংস্থানের উৎস কয়টি?
- 2
- 3
- 4
- 5
3540. একজন চাকরি প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে কিন্তু চুড়ান্তভাবে নির্বাচিত হতে অপারগ হন। এর সম্ভাব্য কারণ কোনটি?
- তার অভিজ্ঞতা কম
- সে দন্ডপ্রাপ্ত আসামী
- তার বুদ্বিমত্তা কম
- সাফল্য পরীক্ষায় অনুত্তীর্ণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 354"