এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 348
3471. কর্মীদের পদ পরিবর্তন পদ্ধতিতে পারদর্শী করে তোলা হয়-
- এক পদ হতে অন্য পদে স্থানান্তর করে
- এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করে
- এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করে
A,C
3472. ‘দক্ষতা পরীক্ষা’ একটি পদ্ধতি –
- কর্মী সংগ্রহ
- কর্মী নির্বাচন
- প্রশিক্ষণ
- নিয়োগ
3473. মানবসম্পদ পরিকল্পনার বিষয় হলো –
- পদ নিরূপণ ও পদ সৃষ্টি
- পদবিন্যাস
- স্বাস্থ্য পরীক্ষা
A,B
3474. কীসের সাথে সামঞ্জস্য বিধান করে কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়?
- কর্মীদের সততা
- কর্মীদের আচরণ
- কর্মীদের বেতন
- কর্মীদের কার্যপ্রক্রিয়া
3475. কর্মীদের দক্ষতা ও উদ্যম বৃদ্ধির প্রক্রিয়াকে নিচের কোনটি বলা হয়?
- কর্মীসংস্থান
- কর্মী প্রশিক্ষণ
- কর্মী চালনা
- কর্মী বৃদ্ধি
3476. একটি গার্মেন্টসে একজন কর্মী মাসে তিন হাজারের বেশি শার্টে বোতাম লাগালে প্রতিটি অতিরিক্ত কাজের জন্য ১০ টাকা বেশি পায়। মাস শেষে দেখা যায় ১০ জন কর্মী তিন হাজারের বেশি শার্টে বোতাম লাগায়।উদ্দীপকে সামগ্রিক প্রক্রিয়াটিকে কী বলে?
- মানবসম্পদ ব্যবস্থাপনা
- কর্মী ব্যবস্থাপনা
- কর্মীসংস্থান
- কর্মী প্রশিক্ষণ
3477. অতিরিক্ত অর্থ প্রদানে ইঙ্গিত করা হয়েছে-
- কর্মী প্রশিক্ষণ
- কার্য মূল্যায়ন
- কর্মী প্রেষণা
A,C
3478. Long L1fe 1nsurance Ltd. সম্প্রতি ৫ জন সহকারী ব্যবস্থাপককে পদোন্নতি দেয়। উক্ত শূন্যপদগুলো পূরণের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়। কেন এ প্রতিষ্ঠানটি বাহ্যিক উৎস থেকে সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়?
- ব্যয় হ্রাস করা
- দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ
- কর্মী মনোবল বৃদ্ধি
- সহজ ও দ্রুত কর্মী নির্বাচন
3479. কোন ধরনের কর্মী হতে কর্মী নির্বাচন করা হয়?
- সংগৃহীত
- নিয়োগপ্রাপ্ত
- বাছাইকৃত
- প্রশিক্ষিত
3480. কর্মীসংস্থান প্রক্রিয়ায় কর্মী সংগ্রহের পরবর্তী কাজ কোনটি?
- কর্মী নির্বাচন
- কর্মী নিয়োগ
- প্রশিক্ষণ
- পদোন্নতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 348"