এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 342
3411. রহমত উল্লাহর প্রতিষ্ঠানের শীর্ষ স্তর হতে নিম্ন স্তর পর্যন্ত একই সরলরেখার মধ্যে দিয়ে কর্তৃত্ব ধাপে ধাপে প্রবাহিত হয়। এর মাধ্যমে-
- পর্যায়ক্রমিক নেতৃত্ব নিশ্চিত হবে
- ভিন্ন ভিন্ন ধারায় সকল কর্মকান্ড পরিচালিত হবে
- একই ধারায় কর্মকান্ড পরিচালিত হবে
A,C
3412. সামরিক সংগঠনের অন্য নাম কী?
- সরলরৈখিক
- কার্যভিত্তিক
- উপদেষ্টা
- ম্যাট্রিক্স
3413. সংগঠন কাঠামো দেখে কোনটি সম্পর্কে জানা যায়?
- নির্দেশনার ধরন
- কর্তৃত্ব শিকল
- ক্ষমতার প্রকৃতি
- প্রতিষ্ঠানের সামর্থ্য
3414. মি. রফিক তার প্রতিষ্ঠানের কর্মীদের কাজের দায়িত্ব এমনভাবে ভাগ করেছেন, যাতে প্রতেক্যেই একই কাজ বার বার করতে পারে। এতে কর্মীরাও সহজেই তাদের উর্ধ্বতন ও অধস্তন সম্পর্কে জানতে পারছে। ফলে মি. রফিকের প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নও সহজ হয়।মি. রফিকের প্রতিষ্ঠানের কর্মীরা একই কাজ বার বার করার ফলে কোনটি ঘটবে?
- কাজে সমতা
- বিশেষায়ন
- সহজ কার্য বিভাজন
- সঠিক তত্ত্বাবধান
3415. কর্মীরা উর্ধ্বতন ও অধস্তন সম্পর্কে জানার ফলে-
- কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়
- বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় ঘটে
- সৃজনশীলতার বিকাশ ঘটে
A,B
3416. প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগ এবং ব্যক্তিকে সংযুক্ত করতে হবে যাতে কেউ কর্তৃত্ব রেখার বাইরে না যায়। এটি সংগঠনের কোন নীতির মাধ্যমে বাস্তবায়িত হয়?
- দায়িত্ব ও কর্তৃত্ব
- সমতা
- ভারসাম্য
- জোড়া মই শিকল
3417. দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের মিশ্র রূপ কোন ধরনের সংগঠন?
- সরলরৈখিক সংগঠন
- সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন
- কার্যভিত্তিক সংগঠন
- মেট্রিক্স সংগঠন
3418. ক’ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রহমান কর্মক্ষেত্রে কেউ অধিক কর্মভারগ্রস্থ আর কেউ কর্মহীন এমন যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখে।� তার এ কাজটি কীভাবে সম্ভবপর হবে?
- কার্য বিভাজনের মাধ্যমে
- ভারসাম্যের নীতির মাধ্যমে
- তত্ত্বাবধােন পরিসরের মাধ্যমে
- নেতৃত্বের মাধ্যমে
3419. আনিম আহমেদ তার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ৫ জন কর্মকর্তা নিয়ে একটি দল গঠন করেন। প্রতিষ্ঠানের এ কাজটি কোন ধরনের সংগঠন?
- কমিটি
- মেট্রিক্স
- রৈখিক
- পদস্থ
3420. কোন সংগঠন কাঠামোতে সরলরৈখিক কর্মী ও পদস্থ কর্মী উভয়ই বিদ্যমান থাকে?
- সরলরৈখিক ও কমিটি সংগঠন
- সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন
- কার্যভিত্তিক সংগঠন
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 342"