এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 339

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 339

3381. উৎপাদনশীল প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন উপযোগী?

  1. কার্যভিত্তিক
  2. সরলরৈখিক
  3. উপদেষ্টা
  4. কমিটি

3382. সংগঠন কাঠামো নির্ধারনের বিবেচ্য বিষয়-

  1. সম্পাদনের পরিমাণ
  2. কাজের ধরণ
  3. প্রতিষ্ঠানেরআয়তন

3383. ফুয়াদ আহমেদ তার প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোকে চিত্রের সাহায্যে উপস্থাপন করেন। তার এ কাজটি কোন ধরনের?

  1. সংগঠন প্যাটার্ন
  2. সংগঠন চিত্র
  3. সংগঠিতকরণ
  4. সংঘবদ্ধকরণ

3384. Cha1n of command অনুসরণ করে কোনটি?

  1. আনুষ্ঠানিক সংগঠন
  2. অনানুষ্ঠানিক সংগঠন
  3. কমিটি
  4. বন্ধুসুলভ সংগঠন

3385. একজন কর্মী একাধিক ঊর্ধ্বতন থেকে আদেশ পেলে কোন নীতির ব্যত্যয় ঘটে?

  1. দ্বৈত নতি
  2. ভারসাম্য নীতি
  3. আদেশের ঐক্য নীতি
  4. বিশেষায়ন নীতি

3386. কোনটির ফলে প্রত্যেক বিভাগ, উপবিভাগ এবং এগুলোর কর্মীগণ তাদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করে থাকে?

  1. পরিকল্পনা
  2. বিশেষায়ন
  3. নমনীয়তা
  4. কেন্দ্রীয়করণ

3387. আদর্শ সংগঠনের মাধ্যমে-

  1. আদেশের ঐক্য প্রতিষ্ঠিত হয়
  2. নমনীয়তার সুযোগ থাকে
  3. কার্য বিভাজন হয়

3388. কার্যভিত্তিক সংগঠনের সুবিধা হলো-

  1. বিশেষায়নের সুযোগ
  2. স্বেচ্ছাচারিতা হ্রাস
  3. সুষ্ঠু সমন্বয়

3389. কোন সংগঠনে প্রত্যেক কর্মী একই সাথে দুই বা ততোধিক বসের নিকট কাজের জন্য জবাবদিহি করতে হয়?

  1. মেট্রিকস
  2. সরলরৈখিক
  3. কমিটি
  4. সরলরৈখিক ও উপদেষ্টা

3390. নির্বাহীর কর্মভার লাঘবের জন্য উপযুক্ত সংগঠন হলো –

  1. কার্যভিত্তিক
  2. সরলরৈখিক ও উপদেষ্টা
  3. কমিটি

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline