এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 339
3381. উৎপাদনশীল প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন উপযোগী?
- কার্যভিত্তিক
- সরলরৈখিক
- উপদেষ্টা
- কমিটি
3382. সংগঠন কাঠামো নির্ধারনের বিবেচ্য বিষয়-
- সম্পাদনের পরিমাণ
- কাজের ধরণ
- প্রতিষ্ঠানেরআয়তন
B,C
3383. ফুয়াদ আহমেদ তার প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোকে চিত্রের সাহায্যে উপস্থাপন করেন। তার এ কাজটি কোন ধরনের?
- সংগঠন প্যাটার্ন
- সংগঠন চিত্র
- সংগঠিতকরণ
- সংঘবদ্ধকরণ
3384. Cha1n of command অনুসরণ করে কোনটি?
- আনুষ্ঠানিক সংগঠন
- অনানুষ্ঠানিক সংগঠন
- কমিটি
- বন্ধুসুলভ সংগঠন
3385. একজন কর্মী একাধিক ঊর্ধ্বতন থেকে আদেশ পেলে কোন নীতির ব্যত্যয় ঘটে?
- দ্বৈত নতি
- ভারসাম্য নীতি
- আদেশের ঐক্য নীতি
- বিশেষায়ন নীতি
3386. কোনটির ফলে প্রত্যেক বিভাগ, উপবিভাগ এবং এগুলোর কর্মীগণ তাদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করে থাকে?
- পরিকল্পনা
- বিশেষায়ন
- নমনীয়তা
- কেন্দ্রীয়করণ
3387. আদর্শ সংগঠনের মাধ্যমে-
- আদেশের ঐক্য প্রতিষ্ঠিত হয়
- নমনীয়তার সুযোগ থাকে
- কার্য বিভাজন হয়
A,B,C
3388. কার্যভিত্তিক সংগঠনের সুবিধা হলো-
- বিশেষায়নের সুযোগ
- স্বেচ্ছাচারিতা হ্রাস
- সুষ্ঠু সমন্বয়
A,B,C
3389. কোন সংগঠনে প্রত্যেক কর্মী একই সাথে দুই বা ততোধিক বসের নিকট কাজের জন্য জবাবদিহি করতে হয়?
- মেট্রিকস
- সরলরৈখিক
- কমিটি
- সরলরৈখিক ও উপদেষ্টা
3390. নির্বাহীর কর্মভার লাঘবের জন্য উপযুক্ত সংগঠন হলো –
- কার্যভিত্তিক
- সরলরৈখিক ও উপদেষ্টা
- কমিটি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 339"