এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 282
2811. পরামর্শমূলক নির্দেশনার মুখ্য অসুবিধা কোনটি?
- কর্মীদের কর্মভার বৃদ্ধি
- কর্মীদের মনোবল বৃদ্ধি
- ঊর্ধ্বতনদের স্বেচ্ছাচারিতা বৃদ্ধি
- সময়সাপেক্ষ
2812. Lead শব্দের অর্থ কী?
- To conduct
- To gu1de
- To d1rect
A,B,C
2813. কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে?
- লাগামহীন নেতৃত্বে
- গণতান্ত্রিক নেতৃত্বে
- পিতৃসুলভ নেতৃত্বে
- প্রভুত্বমূলক নেতৃত্বে
2814. নেতৃত্ব সৃষ্টি করে –
- সংঘবদ্ধতা
- অসংঘবদ্ধতা
- বিশৃঙ্খলা
- সবকটি
2815. নেতার পক্ষপাতমূলক আচরণের ফলে-
- কর্মীরা নেতার আদেশ-নির্দেশ স্বতঃর্স্ফূর্তভাবে মান্য করার আগ্রহ হারিয়ে ফেলে
- নেতার প্রতি আস্থা হারিয়ে ফেলে
- ক্ষমতা কেন্দ্রীভুত হয়ে যায়
A,B
2816. সাধারণ নির্দেশনা প্রক্রিয়ার ব্যতিক্রম কোনটি?
- পরামর্শমূলক নির্দশনা
- বিশেষ শিক্ষাদানমূলক নির্দেশনা
- আদর্শ নির্দেশনা
- একনায়কত্ব নির্দেশনা
2817. এলএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ব্যবস্থাপত্রের আলোকে উৎপাদন ব্যবস্থাপক ৫ জন কর্মী নিয়োগ করেন। এ ইঙ্গিত করে-
- নির্দেশনা বাস্তবায়নের জন্যই কর্মীরা তাদের ওপর দায়িত্ব পালন করে
- নির্দেশনা জারির পরই সর্বত্র কর্মপ্রবাহের সৃষ্টি করে
- নির্দেশ পাওয়ার পরই কর্মীরা কাজ আরম্ভ করে
B,C
2818. নির্দেশনা একটি –
- চলমান কাজ
- সার্বক্ষণিক কাজ
- চলমান ও সার্বক্ষণিক কাজ
- প্রাতিষ্ঠানিক কাজ
2819. নির্দেশনাকে Heart of Adm1n1strat1on বলার কারণ –
- এটি ব্যবস্থাপনায় গতিশীলতা আনে
- এর মাধ্যমে নির্বাহী কর্মীদের লক্ষ্যাভিমুখী করে তোলে
- এর ফলে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়
A,C
2820. নেতৃত্ব এমন একটি কৌশল যার মাধ্যমে-
- দলীয় সদস্যগণ তাদের সকল সামর্থ্য প্রয়োগ করে
- সকল কাজে সমন্বয়সাধন করা হয়
- কর্মীগণ সকল প্রচেষ্টা লক্ষ্যপানে পরিচালিত করে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 282"