📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 282

 

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 282

2811. পরামর্শমূলক নির্দেশনার মুখ্য অসুবিধা কোনটি?

  1. কর্মীদের কর্মভার বৃদ্ধি
  2. কর্মীদের মনোবল বৃদ্ধি
  3. ঊর্ধ্বতনদের স্বেচ্ছাচারিতা বৃদ্ধি
  4. সময়সাপেক্ষ

2812. Lead শব্দের অর্থ কী?

  1. To conduct
  2. To gu1de
  3. To d1rect

2813. কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে?

  1. লাগামহীন নেতৃত্বে
  2. গণতান্ত্রিক নেতৃত্বে
  3. পিতৃসুলভ নেতৃত্বে
  4. প্রভুত্বমূলক নেতৃত্বে

2814. নেতৃত্ব সৃষ্টি করে –

  1. সংঘবদ্ধতা
  2. অসংঘবদ্ধতা
  3. বিশৃঙ্খলা
  4. সবকটি

2815. নেতার পক্ষপাতমূলক আচরণের ফলে-

  1. কর্মীরা নেতার আদেশ-নির্দেশ স্বতঃর্স্ফূর্তভাবে মান্য করার আগ্রহ হারিয়ে ফেলে
  2. নেতার প্রতি আস্থা হারিয়ে ফেলে
  3. ক্ষমতা কেন্দ্রীভুত হয়ে যায়

2816. সাধারণ নির্দেশনা প্রক্রিয়ার ব্যতিক্রম কোনটি?

  1. পরামর্শমূলক নির্দশনা
  2. বিশেষ শিক্ষাদানমূলক নির্দেশনা
  3. আদর্শ নির্দেশনা
  4. একনায়কত্ব নির্দেশনা

2817. এলএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ব্যবস্থাপত্রের আলোকে উৎপাদন ব্যবস্থাপক ৫ জন কর্মী নিয়োগ করেন। এ ইঙ্গিত করে-

  1. নির্দেশনা বাস্তবায়নের জন্যই কর্মীরা তাদের ওপর দায়িত্ব পালন করে
  2. নির্দেশনা জারির পরই সর্বত্র কর্মপ্রবাহের সৃষ্টি করে
  3. নির্দেশ পাওয়ার পরই কর্মীরা কাজ আরম্ভ করে

2818. নির্দেশনা একটি –

  1. চলমান কাজ
  2. সার্বক্ষণিক কাজ
  3. চলমান ও সার্বক্ষণিক কাজ
  4. প্রাতিষ্ঠানিক কাজ

2819. নির্দেশনাকে Heart of Adm1n1strat1on বলার কারণ –

  1. এটি ব্যবস্থাপনায় গতিশীলতা আনে
  2. এর মাধ্যমে নির্বাহী কর্মীদের লক্ষ্যাভিমুখী করে তোলে
  3. এর ফলে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়

2820. নেতৃত্ব এমন একটি কৌশল যার মাধ্যমে-

  1. দলীয় সদস্যগণ তাদের সকল সামর্থ্য প্রয়োগ করে
  2. সকল কাজে সমন্বয়সাধন করা হয়
  3. কর্মীগণ সকল প্রচেষ্টা লক্ষ্যপানে পরিচালিত করে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

   
   

0 responses on "এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 282"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved