এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 311
3101. ইয়াসমিন একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা। তিনি সার্বক্ষণিক কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন। তিনি সমন্বয়ের কোন নীতিটি অনুসরণ করেন?
- ধারাবাহিকতা
- নমনীয়তা
- শুরুতেই সময়
- পারস্পরিক সংযোগ
3102. একজন কর্মী ২ দিনের ছুটির জন্য মহাব্যবস্থাপকের কাছে অনুমতি প্রার্থনা করে। এটিকে বলা যায়-
- অনানুষ্ঠানিক সম্পর্ক
- প্রত্যক্ষ সম্পর্ক
- আনুষ্ঠানিক সম্পর্ক
A,B
3103. সমন্বয়কে সার্থক করে তুলতে হলে সমন্বয়ের কোন দিকগুলোকে যথাযথবাবে অনুসরণ করা উচিত?
- নীতিগুলোকে
- ধারণাগুলোকে
- প্রতিবন্ধকতাগুলোকে
- গুরুত্বগুলোকে
3104. কোনটি প্রতিষ্ঠার মাধ্যমে সমন্বয়সাধন সংগঠনের পৃথক পৃথক বিভাগ ও অংশগুলোকে একক সত্তা বিবেচনা করে?
- আদেশের ঐক্য
- নির্দেশনার ঐক্য
- মতৈক্য
- দলীয় প্রচেষ্টা
3105. দলগত মনোভাব সমন্বয়ের একটি –
- কৌশল
- নীতি
- বৈশিষ্ট্য
B,C
3106. সমন্বয়ের অভাবে প্রতিষ্ঠানে কোন সমস্যাটি দেখা দেয়?
- উত্তম তত্ত্বাবধান
- দক্ষতা হ্রাস
- সম্পদের সুষ্ঠ ব্যবহার
- সহজ সংগঠন
3107. কার্যকর সমন্বয়ের পূর্বশর্ত –
- সুস্থ পরিকল্পনা
- আদেশের শৃঙ্খলা
- আদেশের ঐক্য
A,B,C
3108. জরিনা বেগম একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিনি তার প্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত করে সম্পাদন করেন। জরিনা বেগম সমন্বয়ের কোন নীতিটি অনুসরণ করেছেন?
- কার্যবিভাগ
- নমনীয়তা
- শুরুতেই সমন্বয়
- পারস্পরিক সংযোগ
3109. একটি সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য সৌহার্দপূর্ণ ও একীভূত কর্মপ্রচেষ্টার সাথে সম্পর্কযুক্ত কোনটি?
- পরিকল্পনা
- সংগঠন
- সমন্বয়সাধন
- নিয়ন্ত্রণ
3110. টপটেন টেইলার্স বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে সমন্বয় ব্যবস্থা নিশ্চিত করলো। এটি কোন ধরনের সমন্বয়?
- উলম্ব সমন্বয়
- বাহ্যিক সমন্বয়
- সমান্তরাল সমন্বয়
- সার্বজনীন সমন্বয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 311"