এইচএসসি-বাংলা-2 – এইচএসসি-বাংলা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 767

 

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 767

7661. “মেঘনাদবধ-কাব্য’টি নয়টি সর্গে রচিত”- এখানে সর্গ বলতে কী বোঝায়?

  1. বেহেশত
  2. অধ্যায়
  3. রাস্তা বা সড়ক
  4. দোজখ

7662. ‘অরিন্দম’ বলতে কাকে বোঝানো হয়েছে?

  1. রামকে
  2. রাবণকে
  3. বিভীষণকে
  4. মেগনাদকে

7663. কবি ছাড়া, মধুসূদন দ্ত্ত অন্য কোন পরিচয়ে স্বনামধন্য ছিলেন?

  1. নাট্যকার
  2. প্রাবন্ধিক
  3. গীতিকার
  4. ধর্ম বিদ্রোহী

7664. ‘বাসব’-এর অন্য নাম কী ছিল?

  1. রাবণের সহোদর
  2. দেবতাদের রাজা ইন্দ্র
  3. মেঘনাদ
  4. বিভীষণ

7665. উদ্দীপকের উল্লিখিত দিকটি কোন চরণটি সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

  1. নিজ গৃহপথ
  2. তত দেখা তস্করে?
  3. গতি যার নীচ সহ নীচ যে দুর্মতি
  4. চন্ডালে বসা আনি রাজার আলয়ে?

7666. পৃথিবীর কোন সমার্থক শব্দটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশটিতে ব্যবহৃত হয়েছে?

  1. বসুন্ধরা
  2. ধরণি
  3. বসুধা
  4. বিশ্ব

7667. “পর: পর: সদা” বাক্যের মর্মার্থ কী?

  1. আপন কখনো পর হয় না
  2. পর কখনো আপন হয় নাপর গুণবান হলে
  3. সর্বদা পরশত্রু গুণবান হলে
  4. ক্ষতি”;}}

7668. ‘মজাইলা’ শব্দটির অর্থ কী?

  1. মজে যা
  2. য়ানষ্ট করলে
  3. বিপদগ্রস্ত করলে
  4. আনন্দফুর্তি করলে

7669. লঙ্কাপুরী কালসলিলে ডুবে গেলে বিভীষণ কোথায় আশ্রয় নেয়?

  1. মেঘনাদের যজ্ঞাগারে
  2. রাবণের পদাশ্রয়ে
  3. রাঘব বা রামের পদাশ্রয়ে
  4. পাতালপুরীতে

7670. ‘এবে’ শব্দটির সঠিক অর্থ কোনটি?

  1. এবং
  2. এখন
  3. এমন
  4. এভাবে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline