এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 766
7651. বাল্মীকি-রামায়ণকে নবমূল্য দান করে মধুসূদন হীনরূপে প্রতিষ্ঠিত করেছেন কোন চরিত্রগুলোকে?
- রাবণ
- মেঘনাদমেঘনাদ
- বিভীষণরাম-লক্ষ্মণরাবণ
- বিভীষণ”;}}
7652. ‘মহারথীপ্রথা’ বলতে কী বোঝা?
- মহান রথযাত্রা
- বৃহৎ রথযাত্রা
- শ্রেষ্ঠ রথযাত্রা
- শ্রেষ্ঠ বীরদের আচরণপ্রথা
7653. নিচের কোনটির প্রবর্তক নন মধুসূদন দত্ত?
- সনেট
- অমিত্রাক্ষর ছন্দ
- অমিল মুক্তক অক্ষরবৃত্ত ছন্দ
- মাত্রাবৃত্ত ছন্দ
7654. মধুসূদন দত্ত রচিত রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্যের নাম কী?
- তিলোত্তমা সম্ভব
- কৃষ্ণকুমারী
- বীরাঙ্গনা
- ব্রজাঙ্গনা
7655. মধুসূদন দত্তের জন্মতারিখ হিসেবে সঠিক কোনটি?
- ২৫ ফেব্রুয়ারি ১৯২৪
- ২৫ জুলাই ১৯২৪
- ২৫ জানুয়ারি ১৯২৪
- ২৫ জনু ১৯২৪
7656. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশে মেঘনাদ যে কারণে বিভীষণকে পঞ্জনা বা তিরস্কার করতে চাইলে, করে না-
- গুরুজন বলে
- অপরাধী বলে
- পিতৃতুল্য বলে
- সবগুলো
A,C
7657. পৌরাণিক অনুষঙ্গজাত ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশের রচয়িতা কে?
- মহাদেব সাহা
- মাইকেল মধুসূদন দত্ত
- কাজী নজরুল ইসলাম
- মীল মশাররফ হোসেন
7658. ‘রামানুজ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- রাম + আনুজ
- রাম + অনুজ
- রাম + অনুজ্য
- রাম + আনুজ্য
7659. ধীমান শব্দের অর্থ কী?
- মুর্খ
- ব্যস্ত
- জ্ঞানী
- ঘুমন্ত
7660. রুষিলা শব্দটির অর্থ কী?
- রাগান্বিত হলো
- রেষারেষি করল
- বর্ষণ করল
- থেমে গেল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-2 - এইচএসসি-বাংলা-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 766"