এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 764
7631. ‘যেমতি’ বলতে কী বোঝায়?
- এমন
- যেমন
- তেমন
- কেমন
7632. অমর কাব্য ‘মেঘনাদবধ’ -এ অক্ষবৃত্ত ছন্দের যে নতুন রূপ লক্ষিত হয়-
- অমিল ছন্দ
- অমিত্রাক্ষর ছন্দ
- মাত্রাবৃত্ত ছন্দ
- সবগুলো
7633. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশটি ‘মেগনাদবধ-কাব্য’ কততম সর্গ থেকে গৃহীত হয়েছে?
- তৃতীয় সর্গ
- চতুর্থ সর্গ
- ষষ্ঠ সর্গ
- অষ্টম সর্গ
7634. মধুসূদন দত্ত রচিত , প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম কী?
- ‘Capt1ve Lad-এর বঙ্গানুবাদ
- শর্মিষ্ঠা (নাটক)
- বীরাঙ্গনা কাব্য
- একেই কি বলে সভ্যতা (প্রহসন)
7635. কবিতাংশে ক্ষুদ্রমতি নর, শূর কাকে বলা হয়েছে?
- মেঘনাদকে
- বিভীষণকে
- লক্ষ্মণকে
- রামকে
7636. মাইকেল মধুসূদন দত্তের মাতার নাম কি?
- নিলা দেবী
- জমিলা দেবী
- ভানু দেবী
- জাহ্নবী দেবী
7637. রাবণের মধ্যম সহোদরের নাম কী?
- বিভীষণ
- কৃম্ভকর্ণ
- মেঘনাদ
- বীরবরাহু
7638. ‘একেই কি বলে সভ্যতা’ , ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ মধুসূদনের কোন ধরনের রচনা?
- কবিতা
- ছোটগল্প
- প্রহসন
- নাটক
7639. মধুসূদন� বাল্মীকি-রামায়ণকে নবমূল্য দান করে মানবীয় গুণের ধারকরূপে উপস্থাপিত করেছেন কাদের?
- রাবণ
- মেঘনাদমেঘনাদ
- বিভীষণরাম-লক্ষ্মণরাবণ
- বিভীষণ”;}}
7640. ‘বিভীষণের প্রতি মেগনাদ’ কাব্যাংশে বিভীষণ কে?
- রামের সহোদর
- রাবনের সহোদর
- মেগনাদের সহোদর
- লক্ষ্মণের সহোদর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-2 - এইচএসসি-বাংলা-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 764"