এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 771
7701. ‘শমন-ভবন’ শব্দটির অর্থ কী?
- শয়নকক্ষ
- যমালয়
- যুদ্ধক্ষেত্র
- রক্ষপুরী
7702. মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কোথায়?
- ঢাকায়
- যশোরে
- কলকাতায়
- লন্ডনে
7703. ‘শৈবালদলের ধাম’ বলতে কী বোঝানো হয়েছে?
- শৈবালের স্রোত
- শৈবালের স্তূপ
- বদ্ধ জলাশয়
- নদী
7704. বাসববিজয়ী কে?
- বিভীষণ
- রাবণ
- মেঘনাদ
- কুম্ভকর্ণ
7705. নিচের কোনটি ভিন্নার্থক?
- শব্দ
- মন্দ্র
- ধ্বনি
- মন্দ
7706. বিভীষণ জলাঞ্জলি দেয়-
- জ্ঞাতিত্ব
- ভ্রাতৃত্ব
- জাতি
- সবগুলো
7707. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশে ফুটে উঠেছে-
- মেঘনাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা
- বিভীষণের বিশ্বাসঘাতকতায় মেঘনাদের বিস্ময়
- বিভীষণের দেশদ্রোহিতায় মেঘনাদের ঘৃণা
- সবগুলো
7708. শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে লক্ষ্মণ মেঘনাদের যজ্ঞাগারে প্রবেশ করে?
- যুদ্ধ করে
- জাদুমন্ত্র পড়ে
- মায়াবলে
- বিভীষণের সহায়তায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-2 - এইচএসসি-বাংলা-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 771"