এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-পদ্য-1-আঠারো-বছর-বয়স – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 701
7001. এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?
- ইতিবাচক
- দু:সাহস
- বয়স
- তারুণ্য
7002. উদ্দীপকের মূলভাব নিচের কোন চরণে প্রতিফলিত হয়েছে?
- এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
- আঠারো বছর বয়স ভয়ংকর
- তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি
- এ বয়স জেনো ভীরু কাপুরুষ নয়
7003. সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন?
- কলকাতায়
- পশ্চিমবঙ্গে
- গোপালগঞ্জে
- শরিয়তপুরে
7004. নিচের শব্দগুলোর সঠিক উচ্চারণ হলো-
- দুঃসহ্য-দুস্সহো
- অসহ্য- অসোজ্ঝো
- তীব্র- তীব্ব্রো
- সবগুলো
A,B
7005. ‘দুর্যোগ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
- উপসর্গযোগে
- সমাসযোগে
- সন্ধিযোগে
- প্রত্যয়যোগে
7006. সুকান্ত ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
- ১৯৪৮ খ্রিস্টাব্দে
- ১৯৪৫ খ্রিস্টাব্দে
- ১৯৪৬ খ্রিস্টাব্দে
- ১৯৪৭ খ্রিস্টাব্দে
7007. ‘আঠারো বছর বয়স’ কবিতায় একই শব্দের পুনরাবৃত্তি করার কারণ-
- বক্তব্যকে অধিকতর স্পষ্ট করার জন্য
- আবেগময় করার জন্য
- জোরালো কিংবা বিস্তৃত করার জন্য
- সবগুলো
7008. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি’ বলতে বোঝায়-
- অন্যের
- পর নির্ভরশীলতা পরিহার করাস্বাধীনভাবে চলার ঝুঁকি নে
- য়াঅন্যর সঙ্গে দুর্ব্যবহার করা
- সবগুলো
A,B
7009. আঠারো বছর বয়স কী জানে?
- আত্মত্যাগ করতে
- রক্তদানের পুণ্য
- কাঁদতে
- ভয় পেতে
7010. ‘দুঃসহ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
- সন্ধিযোগে
- সমাসযোগে
- উপসর্গযোগে
- প্রত্যয়যোগে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-1-পদ্য-1-আঠারো-বছর-বয়স - এইচএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 701"