এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-উপন্যাস-লালসালু – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-উপন্যাস – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 756
7551. কিন্তু দেশটা কেমন মরার দেশ-কেন?
- মানুষহীন বলে
- ধর্মহীন বলে
- কর্মহীন বলে
- শস্যহীন বলে
7552. ঢেঙা বুড়োকে মজিদ কার কাছে ক্ষাম চাইতে বলেছিল?
- সমাজের
- স্ত্রীর কাছে
- দেশের কাছে
- মেয়ের কাছে
7553. আ,য়ালপুরের পীরের প্রতি আমেনার কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
- ক্রোধ
- অবিশ্বাস
- ক্ষোভ
- অন্ধবিশ্বাস
7554. মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?
- অবধারিত
- নাটকীয়
- কাব্যিক
- স্বাভাবিক
7555. হাসুনির মার কথা শুনে রহিমার চোখে ছলছল করছিল কেন?
- সমবেদনা প্রকাশে
- ব্যথিত হয়ে
- সম্মানার্থে
- বর্বরতা শুনে
7556. ‘আমেনা’ চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
- সুখী
- বন্ধ্যা
- দরিদ্র
- কুৎসিত
7557. ‘দুই তীর’ গল্পগ্রন্থটির প্রকাশকাল কত?
- 1965
- 1964
- 1963
- 1962
7558. মহব্বতনগরবাসীর কাছে রহস্যময় কে?
- খালেক ব্যাপারীআ
- য়ালপুরের পীররহিমা
- মজিদ
7559. ‘‘নামহীন জনবহুল এ অঞ্চল’’- কোন অঞ্চল?
- চট্টগ্রাম
- রংপুর
- নোয়াখালি
- ফেনী
7560. আমেনা বিবির কী মজিদের মনের সাপকে জাগ্রত করেছে?
- হাত
- পা
- চোখ
- কথা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-1-উপন্যাস-লালসালু - এইচএসসি-বাংলা-1-উপন্যাস - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 756"