ই-গভর্ন্যান্স – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 920
এইচএসসি পৌরনীতি | 9191. রবিন তার সহপাঠী দীনাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু দীনা তা প্রত্যাখ্যান করে। এর ফলে রবিন ই-মেইলের মাধ্যমে দীনাকে অশ্লীল ছবি পাঠায় এবং এসিড নিক্ষেপের হুমকি দেয়।অনুচ্ছেদে ই-গভর্ন্যান্সের কীরূপ প্রতিবন্ধকতার ইঙ্গিত রয়েছে?
- সাইবার অপরাধ
- সমন্বয়হীনতা
- অপর্যাপ্তহীনতা
- আইনগত কাঠামোর অভাব
9192. উক্ত প্রতিবন্ধকতা দীনার-
- ব্যক্তিস্বাধীনতা খর্ব করে
- মনোবল বৃদ্ধি করে
- লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি করে
A,C
9193. কানেকটিং পিপল এর অর্থ কী?
- জনগণকে সংশ্লিষ্ট করা
- প্রশাসনকে সংশ্লিষ্ট করা
- ব্যবসা-বাণিজ্য সংযুক্ত করা
- আইন ও বিচারবিভাগকে যুক্ত করা
9194. আজিম সাহেব তথ্য প্রযুক্তির ওপর উচ্চতর পড়ালেখা করে বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে চাকরি নেন। তিনি লক্ষ করেন দ্প্তরসমূহ এখনো ই-মেইল বা ওয়েবপেজ এর ওপর গুরুত্ব না দিয়ে পূর্বের মতো পত্রযোগে কাজ করছে। তিনি লক্ষ করেন এ প্রতিষ্ঠানে সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তাই তিনি কাজ করার মতো দক্ষ জনবল না পেয়ে হতাশ হয়ে চাকরি নিয়ে বিদেশ পাড়ি জমান।আজিম সাহেব একজন-
- যন্ত্র প্রকৌশলী
- প্রশিক্ষণ বিশেষজ্ঞ
- তথ্যপ্রযুক্তি বিশেজ্ঞ
- ডাক বিভাগের কর্মকর্তা
9195. আজিম সাহেব বিদেশে পাড়ি না দিলে যেটি ঘটতো-
- প্রমাসনে দক্ষ জনবল নিয়োগইমেইল
- ওয়েবসাইটের ব্যবহার বৃদ্ধিতথ্যপ্রযুক্তির ওপর প্রশিক্ষণ প্রদান
- সুশাসন প্রতিষ্ঠার সম্ভাবনা বৃদ্ধি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "এইচএসসি পৌরনীতি - 1 - 4 - ই গভর্ন্যান্স - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 920"