এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ইতিহাস ২য়পত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ইতিহাস ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1252
12511. ‘ক’ দেশ ছিল পুঁজিবাদী। তাদের মনে ‘খ’ দেশবিরোধী মনোভাব দানা বাঁধতে মুরু করে। অন্যদিকে, ইউরোপো ‘ক’ দেশের আবির্ভাবকে ‘খ’ দেশ মেনে নিতে পারে না। ফলে তাদের মধ্যে একটি যুদ্ধ যুদ্ধভাব সৃষ্টি হয়। যাকে স্নায়ুযুদ্ধ বলে।উদ্দীপকে ‘খ’ দেশের সাথে কোন দেশের সাদৃশ্য রয়েছে?
- রাশিয়া
- ব্রিটেন
- জার্মানি
- যুক্তরাষ্ট্র
12512. উক্ত স্নায়ুযুদ্ধেরন মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায় পরাশক্তিদের-
- পাস্পরিক অসংগতি
- কমিউনিজম সম্পর্কে আতঙ্ক
- জাতীয় স্বার্থের দ্বন্দ্ব
A,B,C
12513. বার্নান্ড বারুচের ভাষণ লেখক কে ছিলেন?
- ফাংকেল
- সোপ
- চার্চিল
- ওয়াল্টার লিপম্যান
12514. পৃথিবীর বুকে প্রথম ক্ষমতাধর রাষ্ট্র কোনটি?
- মার্কিন যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- জার্মানি
- ব্রিট্নে
12515. ইহিহাসবিদ টয়েনবি কে ছিলেন?
- ইংরেজ
- ব্রিটিশ
- জাপানি
- ড্যানিশ
12516. ফুলটন বক্তৃতা প্রদান করে কে?
- চার্চিল
- স্ট্যালিন
- রুজভেল্ট
- ট্রুম্যান
12517. নিচের কোন দেশটি ইন্দোচীনের অন্তর্ভূক্ত?
- আফগানিস্তান
- পাকিস্তান
- লাওস
- থাইল্যান্ড
12518. পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়-
- রাশিয়ায়
- আমেরিকায়
- ইংল্যান্ডে
- সৌদি আরব
12519. RAW কোন দেশের গোয়েন্দা সংগঠন?
- পাকিস্তান
- ব্রিটেন
- ভারত
- রাশিয়া
12520. আইজেন হাওয়ার নেতৃত্বে গড়ে ওঠে-
- SEATO
- MEDO
- NATO
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-ইতিহাস ২য়পত্র-7 - এইচএসসি-ইতিহাস ২য়পত্র-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1252"