এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ইতিহাস ১মপত্র-1 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ইতিহাস ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1129
11281. নাজিমউদ্দৌলা ও ক্লাইভের মধ্যকার সন্ধির তাৎপর্য হলো-
- নবাবের রক্ষা কোম্পানির সৈন্যের ওপর
- শাসনের ভার কোম্পানির ওপর
- কোম্পানির অনুমাতি ছাড়া নায়েব সুবাকে বাদ না দেওয়া
A,B,C
11282. সুবেদার শায়েস্তা খানের কৃতিত্ব পর্তুগিজদের যে স্থান থেকে বিতাড়নের ক্ষেত্রে দেখা যায়-
- হুগলি
- চট্টগ্রাম
- সন্দ্বীপ
B,C
11283. ‘ক’ রাজ্যের অফুরন্ত সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে ‘প্রমিজ শিল্প গোষ্ঠী’ নামের একটি বাণিজ্য সংগঠন বাণিজ্যের উদ্দেশ্যে আগমন করে। এরই ধারাবাহিকতায় ‘ক’ রাজ্যে আগমন ঘটে ‘আলফ্রেড গ্রুপ’ নামে আরেকটি বাণিজ্য সংস্থার’ বাণিজ্যিক সূত্র ধরে উভয়ের মাঝে বিরোধ সৃষ্টি হয় এবং একপর্যায়ে রূপ নেয়। অ্যালফ্রেড গ্রুপের অর্থনৈতিক ও সামরিক শক্তির কাছে টিকতে না পেরে ‘প্রমিজ শিল্প গোষ্ঠী’ পিছু হটতে বাধ্য হয়।উদ্দীপকের ‘প্রমিজ শিল্প গোষ্ঠীর সাথে তোমার পঠিত কোন বাণিজ্যিক সম্পদায়ের সাদৃশ্য রয়েছে-
- ইংরেজ
- দিনেমার
- ওলন্দাজ
- ফরাসি
11284. উদ্দীপকের বাণিজ্যিক সম্পদ্রদায় দুটির সাথে তুলনা করা যায় উপমহাদেশে বাণিজ্য করতে আসা-
- ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে
- ফরাসি বাণিজ্যিক সম্প্রদায়ের সাথে
- ইস্ট ইন্ডয়া কোম্পানির সাথে
A,C
11285. ‘অন্ধকূপ হত্যা’ মামলা সাজানো হয় যে কারণে-
- ইংরেজদের পরাজয়ের গ্লানি ঢাকার জন্য
- ইংরেজরা নির্দোস প্রমাণের জন্য
- সিরাজউদ্দৌলাকে কলঙ্কিত করার জন্য
A,C
11286. স্ট্রাবো ও হেরোডোটাস দু’জনেই ছিলেন-
- বৈজ্ঞানিক
- ধর্মযাজক
- শাসনকর্তা
- ঐতিহাসিক
11287. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
- ২১ বছর
- ২৩ বছর
- ২৭ বছর
- ৩০ বছর
11288. ১৬৭২ খ্রিষ্টাব্দে ফরাসিরা যেভাবে সানটুম বাণিজ্য কুঠির মালিক হয়-
- ক্রয় করে
- েউপহার হিসেবে
- দখল করে
- স্থাপন করে
11289. ১৬৯০ থেকে ১৬৯২ খ্রিষ্টাব্দের মধ্যে চন্দননগর পরিণত হয় শক্তিশালী ফরাসি-
- দুর্গে
- উপনিবেশে
- সামরিক অঞ্চলে
- বাণিজ্য কুঠিতে
11290. নবাবকে মেরে ফেলতে কে নির্দেশ দেয়?
- মীর জাফর
- মীরন
- মোহম্মদী বেগ
- জগৎশেঠ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-ইতিহাস ১মপত্র-1 - এইচএসসি-ইতিহাস ১মপত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1129"