উৎপাদন-ব্যয়-হিসাব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 147
1461. মাল খতিয়ান কে সংরক্ষণ করেন?
- ক্রয় ব্যবস্থাপক
- বিক্রয় ব্যবস্থাপক
- ভান্ডার রক্ষক
- উৎপাদন ব্যয় হিসাবরক্ষক
1462. লাভসহ বিক্রয়ের সমপরিমাণ হলো –
- বিক্রিত পণ্যের ব্যয় – মোট ক্ষতি
- বিক্রিত পণ্যের ব্যয় + মোট মুনাফা
- মোট মুনাফা – বিক্রিত পণ্যের ব্যয়
- মোট মুনাফা + নিট মুনাফা
1463. প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হারের ওপর ভিত্তি করে দরপত্র বিবরণীতে নির্ণয় করতে হবে –
- কারখানা উপরিব্যয়
- অফিস উপরিব্যয়
- উৎপাদন ব্যয়
A,C
1464. যখন মজুরি অনুমোদিত হয় তখন উহা লিপিবদ্ধকরণে –
- মজুরি হিসাব ডেবিট
- প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট
- অগ্রিম মজুরি হিসাব ক্রেডিট
A,B
1465. পণ্যের উৎপাদনের সাথে সম্পর্কহীন ব্যয় হলো –
- প্রত্যক্ষ ব্যয়
- ডক চার্জ
- বেতন
1466. উৎপাদন ব্যয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো কোনটি?
- কাঁচামাল
- শ্রম
- উপরিব্যয়
- প্রশাসনিক ব্যয়
1467. বিক্রয়মূল্যের ওপর ২০% হারে মুনাফার পরিমাণ ২৭,৫০০ টাকা হলে মোট ব্যয় কত?
- ১০০০০০ টাকা
- ১০৫০০০ টাকা
- ১১০০০০ টাকা
- ১২০০০০ টাকা
1468. উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য হলো –
- ব্যয় বন্টন
- ব্যয় নির্ধারণ
- ব্যয় নিয়ন্ত্রণ
- ব্যয় পরিকল্পনা
1469. মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করে দরপত্র ব্যয় বিবরণী প্রস্তুত করতে হয়?
- প্রত্যাশিত ক্ষতি
- প্রত্যাশিত মুনাফা
- সার্ভিস চার্জ
- আয়কর
1470. উৎপাদন ব্যয় হিসাবের দুটি মুখ্য উদ্দেশ্য কী?
- ব্যয় ও তথ্য লিপিবদ্ধকরণ ও ব্যয় নির্ণয়
- ব্যয় নির্ণয় ও বিক্রয়মূল্য নির্ণয়
- ব্যয় নির্ণয় ও মুনাফা নির্ণয়
- ব্যয় নির্ণয় ও ব্যয় নিয়ন্ত্রণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "উৎপাদন-ব্যয়-হিসাব - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 147"