উদ্ভিদে-বংশ-বৃদ্ধি – জেএসসি-বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 783
উদ্ভিদে বংশ বৃদ্ধি | 7821. নিচের কোনটিতে অযৌন প্রজনন ঘটে?
- শামুক
- পেনিসিলিয়াম
- কেঁচো
- জোঁক
7822. নিয়ত পুষ্পমঞ্জুরীর বৈশিষ্ট্য হল-
- বৃদ্ধি নির্দিষ্ট
- বৃদ্ধি অনির্দিষ্ট
- পুষ্প উৎপাদন করে থেমে যায়
A,C
7823. উদ্ভিদের অঙ্গজ প্রজনন বলতে বুঝায়-
- কান্ডের সাহায্যে বংশবৃদ্ধি
- জনন কোষ ছাড়া বংশবৃদ্ধি
- ফল ও বীজের মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি
A,B
7824. বীজত্বকের বাইরের অংশকে কী বলে?
- টেগমেন
- টেস্টা
- জার্মপের
- এপিকোটাইল
7825. কোনটি গুচ্ছ ফল?
- আম
- শরীফা
- কাঁঠাল
- আনারস
7826. টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী?
- স্টোলন
- অফসেট
- চোখ
- ফাইলোক্লেড
7827. একটি মঞ্জুরীর সম্পূর্ণ অংশ ফলে পরিণত হলে তাকে কী বলে?
- সরল পল
- গুচ্ছ ফল
- যৌগিক ফল
- রসাল ফল
7828. ফুলের সবচেয়ে বািইরের স্তবক কোনটি?
- বৃতি
- দল
- পুংস্তবক
- স্ত্রীস্তবক
7829. দেহের খন্ডায়ন দ্বারা প্রজনন হয় কোনটিতে?
- মিউকর
- এগারিকাস
- সাইকাস
- পাইনাস
7830. প্রাথমিক অবস্থায় ভ্রুণ তার খাদ্য কী থেকে পায়?
- ভ্রূণকান্ড
- বীজপত্র
- ভ্রূণমূল
- ডিম্বকরন্দ্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
আরও পড়ুন :
উদ্ভিদে-বংশ-বৃদ্ধি – জেএসসি-বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 784
উদ্ভিদে-বংশ-বৃদ্ধি – জেএসসি-বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 785
উদ্ভিদে-বংশ-বৃদ্ধি – জেএসসি-বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 774
0 responses on "উদ্ভিদে বংশ বৃদ্ধি - জেএসসি বিজ্ঞান - 4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 783"