ঈদুল আযহা উপলক্ষ্যে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ডিভিডি তে ৫০% ছাড়!
ইশিখন.কম এর সম্মানিত গ্রাহকদের জন্য আরেকটি চমকপ্রদ অফার! পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ইশিখন এর ফ্রিল্যান্সিং , তথ্য-প্রযুক্তি টিউটোরিয়ালে পাচ্ছেন ৫০% পর্যন্ত ছাড়! এই অফারটি ৮০০ টাকার উপর মোট অর্ডারে প্রযোজ্য। কুপন কোড:eid50
এছাড়াও ৮০০ টাকার নিচে যেকোন ডিভিডি অর্ডারে পাচ্ছেন ৩০% পর্যন্ত ডিস্কাউন্ট। কুপনকোড:eid30
কুপন ব্যবহার করতে এখান থেকে আপনার পছন্দের ডিভিডি তে ক্লিক কর এরপর “কার্টে যোগ কর ” বাটনে ক্লিক কর কার্ট পেইজে নিচের চিত্রের মত ঘরে কুপন কোডটি লিখে “Apply Coupon” এ ক্লিক কর অটোমেটিক দাম পারসেন্ট হারে কমে যাবে।
মোবাইল অর্ডার করতে কুপন কোডের শর্তানুযায়ী, সিঙ্গেল ডিভিডি র জন্য ৩০% বিয়োগ করে এবং ৮০০ টাকার উপরে ডিভিডি র জন্য ৫০% বিয়োগ করে আমাদরে বিকাশ নাম্বার 01948858258 বা 01842858258 বা 01960991073 এ ছাড়!/বিয়োগ করার পর কোর্সের মুল্য এবং এর সাথে কুরিয়ার ও বিকাশ চার্জ বাবদ ৪০ টাকা যোগ করে পাঠাতে হবে।
আপনার নাম, পার্সোনাল মোবাইল, কুরিয়ার এড্রেস/ বাসার পুর্ণাঙ্গ ঠিকানা, কোর্সের নাম এবং বিকাশ নাম্বার লিখে 01948858258 নাম্বারে একটি মেসেজ পাঠাবেন।