“♦:: ইউনিটের নামঃ G
♦ ইউনিটভূক্ত বিভাগের নাম এবং বিভাগ কর্তৃক আরোপিত শর্তঃ
১) ফিন্যান্স এণ্ড ব্যাংকিং
২) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি
৩) ব্যবস্থাপনা

ණ নম্বর বিন্যাস নিম্নরূপঃ
১. ইংরেজী ৩০ নম্বর (বাধ্যতামূলক)সকল ধারার জন্য ।
২. ক) বাণিজ্য ধারা হতে আগতদের জন্য
১) ব্যবসায় শিক্ষা

….২৫নম্বর
২) হিসাব বিজ্ঞান

…২৫নম্বর
খ) অন্যান্য ধারা হতে আগতদের জন্য
১) সাধারণ গণিত

…..২৫ নম্বর
২) সাধারণজ্ঞান ও বুদ্ধিমত্যা… ২৫ নম্বর
কৃতকার্য হওয়ার জন্য সকল শাখার ছাত্র-ছাত্রীকে ইংরেজী বিষয়ে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে।
♦::— ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যঃ
(ক) ভর্তি পরীক্ষার সময়কাল হবে ১ (এক) ঘন্টা।
(খ) লিখিত পরীক্ষার ন্যূনতম পাশ নম্বর হবে ৪০% অর্থাৎ ৩২।
(গ) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র উচ্চমাধ্যমিক/সমমান পর্যায়ের পাঠ্যক্রমের ভিত্তিতে প্রণয়ন করা হবে।
(ঘ) ভর্তি পরীক্ষার স্থান, আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://iu.ac.bd-এঅথবা সংশ্লিষ্ট ইউনিটের অফিস থেকে প্রার্থীকে নিজ দায়িত্বে জেনে নিতে
হবে।
(ঙ) ভর্তি পরীক্ষার উত্তরপত্র বিশ্ববিদ্যালয়কর্তৃপক্ষপরীক্ষার হলে সরবরাহ করবে।
(চ) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্বস্ব ইউনিট মেধা তালিকায় স্থান প্রাপ্ত ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ভর্তিতব্য বিভাগ নির্ধারণ করবে।
(ছ) মেধা,অপেক্ষমান মেধা তালিকা ও বিশেষ কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে।”

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline