ইশিখন.কম একটি পোর্টাল যেখানে যেকেউ নিজেই কোর্স তৈরী করে শেখাতে পারেন।
আপনার জানা যেকোন কোর্স আপনি ইশিখন.কম এ শেখাতে পারেন। সাথে সাথে অজানা কোর্স শিখতে পারেন। জাতীয় শিক্ষাক্রম এর বিষয় সমুহ যেমন: পঞ্চম থেকে স্নাতক এবং বিসিএস পর্যন্ত যেকোন বিষয়ের উপর আপনি কোর্স তৈরী করে শেখাতে পারেন।
নিচে যেসকল কোর্স শেখাতে পারেন, তার তালিকা দেওয়া হল, এর বাইরেও যেকোন সৃজনশীল কোর্স অবশ্যই অগ্রগণ্য।
আপনার জানা যেকোন কোর্স আপনি ইশিখন.কম এ শেখাতে পারেন। সাথে সাথে অজানা কোর্স শিখতে পারেন। জাতীয় শিক্ষাক্রম এর বিষয় সমুহ যেমন: পঞ্চম থেকে স্নাতক এবং বিসিএস পর্যন্ত যেকোন বিষয়ের উপর আপনি কোর্স তৈরী করে শেখাতে পারেন।
নিচে যেসকল কোর্স শেখাতে পারেন, তার তালিকা দেওয়া হল, এর বাইরেও যেকোন সৃজনশীল কোর্স অবশ্যই অগ্রগণ্য।
- কম্পিউটার সর্ম্পকিত যেকোন কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, এনিমেশন, ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিং, এপপ ডেভেলপমেন্ট, সিএমএস, ইকমার্স জাতীয় যেকোন কোর্স।
- মাধ্যমিকের অষ্টম শ্রেণী (জে.এস.সি) থেকে এসএসসি (ssc) বা মাধ্যমিকি (নবম-দশম শ্রেণী) এর বাংলা , ইংরেজী,গণিত, হিসাব বিজ্ঞান, ভুগোল, সাধারণ বিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীব বিজ্ঞান, উচ্চতর গণিতসহ যেকোন বিষয় যেটাতে আপনি নিজেকে দক্ষ এবং সহজে বোঝানোর ক্ষমতা আছে বলে মনে করেন।
- উচ্চ মাধ্যমিক বা একাদশ-দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখা, ব্যবসা কিংবা মানবিক শাখার যেকোন বিষয়। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর জন্য যেকোন বিষয়। বিশ্ববিদ্যালয় ভর্তির শিক্ষার্থীদের জন্য আমাদের আছে স্পেশাল কোর্স। এর জন্য আপনি নিজেকে দক্ষ মনে করলে আপনি শেখাতে পারেন।
- ইংরেজী, আরবী, ফ্রান্স, কোরিয়ান, চীনসহযেকোন দেশের ভাষা শেখাতে পারেন।
- জাতীয় শিক্ষাভিত্তিক কোর্স গুলোর বাইরেও রান্না শেখানো, ফ্যাশন ডিজাইন, হস্তশিল্প সর্ম্পকিত কোর্স, স্বাবলম্বি জাতীয় কোর্সসহ যেকোন সৃজনশীল কোর্স যেটা শিখে তরুণ প্রজন্ম বা যেকেউ ক্যারিয়ার গঠন করতে পারবে।
- উদ্যোক্তাদের জন্য যেকোন কোর্স
- গিটার, হার্মোনিয়াম, তবলা, কিবোর্ড, ইত্যাদি বাদ্যযন্ত্র/ইন্সট্রুমেন্টাল কোর্স, আধুনিক নাচ, গান শেখানো।
- প্রকৌশলীদের জন্য যেকোন কোর্স, সেটা হতে পারে মোবাইল, ল্যাপটপ সার্ভিসিং, অটোমোবাইল ইত্যাদি।
শেখাতে এবং আরো বিস্তারিত জানতে : ../be-teacher/