ইবাদত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2276
22752. ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত?
- সাতটি
- পাঁচটি
- নয়টি
- একটি
22753. ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞানকে কী বলে?
- দীনি ইলম
- পরকালীন ইলম
- দুনিয়াবি ইলম
- পার্থিব ইলম
22754. জিহাদ মানে কী?
- যুদ্ধ করা
- আল্লাহর রাস্তায় যুদ্ধ করা
- নিজের জন্য যুদ্ধ করা
- পরিবারের লোকদের জন্য যুদ্ধ করা
22755. ‘হাক্কুল ইবাদ’ অর্থ কী?
- আল্লাহর হক
- গরিব মানুষের হক
- রাষ্ট্রপ্রধানের হক
- বান্দার হক
22756. পৃথিবীতে সবচাইতে সম্মান ও মর্যাদার পেশা কী?
- শিক্ষকতা
- চাকরি
- ব্যবসায়
- রাজনীতি
22757. বিশ্ব মুসলিম যে এক জাতি তা কোন অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হয়?
- সালাত
- হজ
- জিহাদ
- যাকাত
22758. হজ শব্দের অর্থ কী?
- দৃঢ় সংকল্প
- নিয়ত করা
- বিরত থাকা
- পবিত্রতা অর্জন
22759. সাওমের মৌলিক উদ্দেশ্য কোনটি?
- তাকওয়া অর্জন
- আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা
- আল্লাহর শোকরগুজার হওয়া
- সবকটি
22760. ছাত্রদের মারা, গালমন্দ করা কার কাজ নয়?
- পুলিশের
- র্যাবের
- শিক্ষকের
- বিচারকের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3"