আলো – জেএসসি-বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 717
7161. টেলিকমিউনিকেশনে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার কয়টি সিগন্যাল বহন করে?
- ২টি
- ৩টি
- ৪টি
- একই সাথে অনেকগুলো
7162. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফরনের শর্ত কয়টি?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
7163. মানবদেহের ভেতরের কোন অংশ দেখার জন্য কী ব্যবহৃত হয়?
- কম্পিউটার
- পেরিস্কোপ
- স্টেথিস্কোপ
- অপটিক্যাল ফাইবার
7164. মাংসপেশির সংকোচন ও প্রসারণে কোনটির আকার পরিবর্তিত হয়?
- কোরয়েড
- মণি
- রেটিনা
- কর্নিয়া
7165. উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে স্থাপিত কোনো বস্তুর বিম্ব কেমন হয়?
- উল্টো
- খর্বিত
- বাস্তব
- অবাস্তব
7166. মানব দেহের ভেতর কোন অংশ দেখার জন্য কী ব্যবহৃত হয়?
- পেরিস্কোপ
- অপটিক্যাল ফাইবার
- স্টেথিস্কোপ
- কম্পিউটার
7167. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলের শর্ত কয়টি?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
7168. কোন ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়?
- টেলিকমিউনিকেশন্স
- এগ্রিকালচার
- ফিশারীজ
- খেলাধুলা
7169. আলোক চিত্রগ্রাহী প্লেটের কোথায় বেশি রূপ জমা হয়?
- লক্ষ্যবস্তুর উজ্জ্বল অংশে
- প্রতিবিম্বের ঝাপসা অংশে
- ডেভেলপারে
- স্লাইডের মুখে
7170. একটি ক্যামেরায় কয়টি অংশ থাকে?
- ৫টি
- ৭টি
- ৪টি
- ৯টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলো - জেএসসি-বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 717"