আলো – জেএসসি-বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 715
7141. সংকট কোণ-
- একটি আপতন কোণ
- একটি প্রতিসরণ কোণ
- এর মান ৯০০ এর চেয়ে ছোট
A,C
7142. r দ্বারা বুঝায়-
- আপতন কোণ
- প্রতিসরণ কোণ
- নির্গমন কোণ
- সবগুলো
7143. সংকট কোণের অন্য নাম কী?
- প্রতিফলন কোণ
- আপতন কোণ
- প্রতিসরণ কোণ
- ক্রান্তি কোণ
7144. বায়ু থেকে আলো নিচের কোন মাধ্যমে প্রবেশকালে দিকের বেশি পরিবর্তন ঘটে?
- কাচ
- পানি
- গ্লিসারিন
- কেরোসিন
7145. অস্পষ্ট লেখা স্পষ্ট ও বড় দেখার জন্য উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত হবে?
- স্বল্প
- বেশি
- অত্যন্ত বেশি
- কেন্দ্রের সমান
7146. চোখের আকৃতি ঠিক রাখে নিচের কোনটি?
- শ্বেতমন্ডল
- অক্ষি-গোলক
- কণিয়া
- আইরিস
7147. কোনটির কারণে মরীচিকা সৃষ্টি হয়?
- আলোর প্রতিসরণ
- আলোর প্রতিফলন
- আপতন কোণ
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
7148. আলোর প্রতিসরণ কয়টি নিয়ম মেনে চলে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
7149. পানি থেকে বায়ুতে আলোক রশ্মি ৪৯০ কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ ৯০০ হয়। সংকট কোণ কত?
- 0
- 450
- 890
- 900
7150. অ্যাকুয়াস হিউমার কোথায় অবস্থিত?
- কর্নিয়া ও লেন্সের মাঝে
- লেন্স ও রেটিনার মাঝে
- আইরিশ ও রোটিনার মাঝে
- কৃষ্ণ মন্ডল ও রেটিনার মাঝে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলো - জেএসসি-বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 715"