আলো – জেএসসি-বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 725
7241. ক্যামেরায় লক্ষ্য ব্স্তুর যে অংশ যত উজ্জ্বল, প্লেটের উপর উপর তত কী জমা হয়?
- রূপা
- সোনা
- ব্রোঞ্জ
- তামা
7242. বিবর্ধক কাচে গঠিত বিম্ব-
- উল্টা
- খর্বিত
- বিবর্ধিত
- বাস্তব
7243. হীরকের সংকট কোণের মান কত?
- 900
- 640
- 240
- 600
7244. কর্ণিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংশপেশী যুক্ত গোলকার ছিদ্রপথকে কী বলে?
- কোরয়েড
- রেটিনা
- আইরিস
- তারারন্ধ্র
7245. কোরয়েডের সাথে নিচের কোনটি গাঢ় সম্পর্কযুক্ত?
- অক্ষিগোলক
- শ্বেতমন্ডল
- তারারন্ধ্র
- রেটিনা
7246. কোনটির কারণে মরীচিকা সৃষ্টি হয়?
- আলোর প্রতিসরণ
- আলোর প্রতিফলন
- আপতন কোণ
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
7247. অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়-
- জ্বালানি কাজে
- পাকস্থলি পর্যবেক্ষণে
- টেলিযোগাযোগের ক্ষেত্রে
B,C
7248. কোন যন্ত্রটি একটি সরু কাঁচ তন্তুর?
- অপটিক্যাল ফাইবার
- ম্যাগনেফাইং গ্লাস
- অণুবীক্ষণ যন্ত্র
- টেলিস্কোপ
7249. বাইরে থেকে আমরা পানিতে থাকা একটি মাছের কোন ধরনের বিম্বটি দেখতে পাই?
- অবাস্তব প্রতিবিম্ব
- বাস্তব প্রতিবিম্ব
- সদ প্রতিবিম্ব
- অবাস্তব ও বাস্তব প্রতিবিম্ব
7250. মানব চক্ষুর অংশ হলো-
- অক্ষিপট
- তারারন্ধ্র
- কৃষ্ণমন্ডল
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলো - জেএসসি-বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 725"