আলো – জেএসসি-বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 724
7231. কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থি অস্বচ্ছ পর্দার নাম-
- কোরয়েড
- তারারন্ধ্র
- আইরিস
- অক্ষিপট
7232. চোখের শ্বেত প্রাচীরের সামনের অংশকে কী বলে?
- লেন্স
- রেটিনা
- কর্নিয়া
- আইরিস
7233. আলোর প্রতিসরণের জন্য কয়টি মাধ্যমের প্রয়োজন হয়?
- একটি
- দুইটি
- তিনটি
- চারটি
7234. ম্যাগনিফাইং গ্লাসে বিবর্ধনের মান কেমন হয়?
- বেশি
- অত্যন্ত বেশি
- কম
- শূন্য
7235. কোন বিজ্ঞানী আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন?
- হাইগেন
- রোমার
- গিলবার্ট
- স্নেল
7236. অক্ষিপট কী রঙের পর্দা?
- ঈষদচ্ছ গোলাপী
- ঈষদচ্ছ বেগুনী
- সাদা
- কালো
7237. চোখের কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পদার্থটিতে কী বলে?
- চক্ষু গোলক
- আইরিস
- অক্ষিপট
- কোরয়েড
7238. ক্যামেরার আলোক চিত্রগ্রাহী প্লেটটিকে কোনটি থেকে বের করা হয়?
- স্লাইড
- ডায়াফ্রাম
- সাটার
- বাক্স
7239. আলোর প্রতিসরণের নীতি কাজে লাগানো যায়-
- দূরবীক্ষণ যন্ত্রে
- প্রজেক্টরে
- ক্যামেরায়
A,B,C
7240. চক্ষু গোলকের পিছনে অবস্থিত একটি আলোকগ্রাহী পদার্থকে কী বলে?
- তারারন্ধ্র
- কৃষ্ণমন্ডল
- রেটিনা
- অ্যাকুয়াস হিউমার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলো - জেএসসি-বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 724"