আলো – জেএসসি-বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 723
7221. কোরয়েডের সাথে নিচের কোনটি গাঢ় সম্পর্কযুক্ত?
- অক্ষিগোলক
- শ্বেতমন্ডল
- তারারন্ধ্র
- রেটিনা
7222. কোনটির কারণে মরীচিকা সৃষ্টি হয়?
- আলোর প্রতিসরণ
- আলোর প্রতিফলন
- আপতন কোণ
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
7223. অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়-
- জ্বালানি কাজে
- পাকস্থলি পর্যবেক্ষণে
- টেলিযোগাযোগের ক্ষেত্রে
B,C
7224. কোন যন্ত্রটি একটি সরু কাঁচ তন্তুর?
- অপটিক্যাল ফাইবার
- ম্যাগনেফাইং গ্লাস
- অণুবীক্ষণ যন্ত্র
- টেলিস্কোপ
7225. বাইরে থেকে আমরা পানিতে থাকা একটি মাছের কোন ধরনের বিম্বটি দেখতে পাই?
- অবাস্তব প্রতিবিম্ব
- বাস্তব প্রতিবিম্ব
- সদ প্রতিবিম্ব
- অবাস্তব ও বাস্তব প্রতিবিম্ব
7226. মানব চক্ষুর অংশ হলো-
- অক্ষিপট
- তারারন্ধ্র
- কৃষ্ণমন্ডল
A,B,C
7227. মরুভূমিতে অত্যাধিক তাপমাত্রার কারণে দিনের বেলায় দৃষ্টি ভ্রমকে কী বলে?
- দৃষ্টিক্রান্তি
- মরিচা
- মরীচিকা
- আলোর প্রতিসরণ
7228. অপটিক্যাল ফাইবার কী?
- সরু কাঁচ
- মোটা কাঁচ
- একগুচ্ছ তার
- খুব সরু ও নমনীয় কাঁচ তন্তু
7229. চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
- কৃষ্ণমন্ডল
- শ্বেতমন্ডল
- কর্ণিয়া
- আইরিস
7230. রেটিনা গোলকের কোথায় অবস্থিত থাকে?
- পেছনে
- সামনে
- ডানে
- কেন্দ্রে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলো - জেএসসি-বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 723"