আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 7

অণুজীব

আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 7

61. ILO কত সালে জাতিসংঘের অন্তভুক্ত হয়?

  1. 1946
  2. 1950
  3. 1956
  4. 1966

62. হোয়াইট হাউস কবে নির্মিত হয়?

  1. ১৮২০ সালে
  2. ১৮০০ সালে
  3. ১৮০৫ সালে
  4. ১৮১০ সালে

63. চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কী?

  1. প্যারসেল দ্বীপপুঞ্জ
  2. প্রাটাস দ্বীপ
  3. স্প্রেটলি দ্বীপ
  4. সেনকাকু

64. ধুমকেতু সুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?

  1. ১৬ জুলাই, ১৯৯৪
  2. ১৫ জুলাই, ১৯৯৪
  3. ১৮ জুলাই, ১৯৯৪
  4. ১৭ জুলাই, ১৯৯৪

65. ইংরেজী সাহিত্যে পিএইচডি অর্জনকারী প্রথম মুসলিম বাঙালি-

  1. ড. আমিনুল হক
  2. ড. এম আর খান
  3. ড. ইকরামুল হোসেন
  4. ড. সাজ্জাদ হোসায়েন

66. নিচের কোন দেশটির কেন্দ্রীয় ব্যাংকে বেসরকারি মালিকানা আছে?

  1. সুইডেন
  2. যুক্তরাষ্ট্র
  3. সুইজারল্যান্ড
  4. জাপান

67. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?

  1. ৬ টি
  2. ১৫ টি
  3. ১১টি
  4. ১০ টি

68. রুমানিয়ার রাজধানীর নাম কি?

  1. ম্যানিলা
  2. হাভানা
  3. বুখারেস্ট
  4. আন্কারা

69. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?

  1. দি চেকার্স
  2. মার্লবোরো হাউজ
  3. হোয়াইট হাউজ
  4. বার্কিংহাম প্রাসাদ

70. রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহন কারী আত্নঘাতী মহিলার নাম কি?

  1. ধানু
  2. নাথু
  3. থানু
  4. আনু

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline